Welcome to the
Astro Research Centre

Jyotishvid Lob Mukherjee

About astrology

rohini nakshatra রাশিচক্রের মধ্যে চতুর্থ নক্ষত্র হল রোহিণী। রোহিণী অর্থাৎ একটি গাভী। রাশিচক্রের দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশির অন্তর্গত এই রোহিণী নক্ষত্র। এই নক্ষত্রের জাতক-জাতিকাদের চন্দ্রের দশায় জন্ম হয়। দেহের গঠন রোহিণী নক্ষত্রের জাতকরা রোগা পাতলা চেহারার হয়। শুভ্র বর্ণ, দীর্ঘকায়, চওড়া কপাল, চোখ সুন্দর ও চুল কালো হয়। চোখ দুটি খুবই আকর্ষক হয়। এদের কাঁধ হয় চওড়া ও বলিষ্ঠ। এরা সাধারণত খুব আকর্ষণীয় প্রকৃতির হয়। চারিত্রিক বৈশিষ্ট্য রোহিণী নক্ষত্রের জাতক-জাতিকাদের ক্রোধ খুব বেশি। একবার রেগে গেলে এদের হাত থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। এরা প্রচণ্ড একগুঁয়ে ও জেদি হয়। এরা অন্যের পরামর্শকে খুব একটা গুরুত্ব দেয় না এবং অন্যের ভুল দেখানোর জন্য সবসময় সিদ্ধহস্ত থাকে। এরা কোনও কাজ সুস্থ ভাবে পরিচালনা করতে পারে না। এদের সঙ্গে চলতে গেলে এদের মতে চলতে হয়। কিন্তু যাকে এরা ভালবাসে তার জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতে পারে। এরা বিভিন্ন সিদ্ধান্ত হঠাৎ গ্রহণ করে বলে জীবনে অনেক ওঠা-নামা থাকে। ভবিষ্যতের থেকে বর্তমানে বেশি বিশ্বাসী হয়। কর্ম জীবন বা পেশা এই নক্ষত্রের জাতকের ওপর যদি কোনও শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে এরা নিম্নতর কাজ থেকে উচ্চতর কাজে পৌঁছে যেতে পারে। এরা দুধ বা দুধের তৈরি কোন খাবারের ব্যবসা করলে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। শিল্প-কলা, সাহিত্য এবং কোনও বস্ত্রজাতীয় ব্যবসা করলে উন্নতি করতে পারে। পারিবারিক জীবন এদের পারিবারিক জীবনে বাবা-মায়ের ওপর টান বেশি থাকে। এরা বেশির ভাগ ক্ষেত্রে নিজে দেখে বিয়ে করে। কিন্তু বিবাহিত জীবনে খুব একটা সুখী হতে পারে না। রোগ এদের রক্ত দোষ বা রক্ত সম্পর্কিত রোগ, মূত্র বিকার, মধুমেহ, যক্ষ্মা, গলার অসুখ এবং জীবনের শেষ বয়সে স্নায়ুবিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মঙ্গল গ্রহের ইংরেজি নাম “মার্স” সৌর জগতের গ্রহগুলোর মধ্যে মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের কমতি ছিল না কখনোই। কল্পবিজ্ঞান থেকে বিজ্ঞান– সর্বত্রই জানতে চেষ্টা করা হয়েছে লাল এই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা। সেই চেষ্টার আগ্রহে এখন পর্যন্ত ভাটা পড়েনি। চলুন জেনে নেই আমাদের প্রতিবেশী এই মঙ্গল গ্রহ নিয়ে কিছু চমকপ্রদ তথ্য। (১) মঙ্গল গ্রহের ইংরেজি নাম “মার্স” রাখা হয়েছে রোমান যুদ্ধদেবতা মার্স এর নামে। এই গ্রহের মাটিতে আয়রন অক্সাইডের প্রাচুর্যের কারণে এর পৃষ্ঠের রঙ লাল। যে কারণে মঙ্গল গ্রহের আরেক নাম “রেড প্লানেট“। (২) সূর্য থেকে দূরত্ব অনুসারে এই গ্রহের অবস্থান চতুর্থ ও এটি সৌরজগতের ২য় ক্ষুদ্রতম গ্রহ। এর ব্যাস পৃথিবীর ব্যাসের অর্ধেক, ৬,৮০০ কিমি । মঙ্গলের ভর পৃথিবীর ভরের মাত্র ১০ ভাগ। (৩) লাল গ্রহটি টেলিস্কোপের মাধ্যমে প্রথম আবিষ্কার করেন ইতালিয়ান গণিতজ্ঞ ও পদার্থবিদ গ্যালিলিও গ্যালিলি। সময়টা ১৬১০ সাল। (৪) বিজ্ঞানীরা বিশ্বাস করেন, মঙ্গল গ্রহে কোন এক সময় পানির প্রাচুর্য ছিল। নাসা’র Mars Reconnaissance Orbiter এর পর্যবেক্ষণ থেকে এই সম্ভাবনার বিষয়টি আরো জোরালো ভিত্তি লাভ করেছে। (৫) সৌরজগতের গ্রহ গুলোতে যত পর্বত আছে তার মাঝে মঙ্গলের অলিম্পাস মনস হলো ২য় সর্বোচ্চ পর্বত। এখানে রয়েছে বিশাল আগ্নেয়গিরি। অলিম্পাস মনস এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এর যা উচ্চতা, তার চেয়েও তিন গুণ বেশি। (৬) মঙ্গলের আছে দু’দুটো চাঁদ-ডেমোস ও ফেবোস। আমেরিকান জ্যোতিষবিদ Asaph Hall ১৮৭৭ সালে মঙ্গলের ক্ষুদ্রাকার এই উপগ্রহ দুইটি আবিষ্কার করেন। (৭) মঙ্গল গ্রহের চারপাশ ঘিরে রয়েছে এক পাতলা বায়ুমন্ডল। এই বায়ুমন্ডলে রয়েছে ৯৫% কার্বন ডাই অক্সাইড , ৩% নাইট্রোজেন , ১.৬ % আর্গন আর খুব সামান্য পরিমাণে পানি ও অক্সিজেন। (৮) পৃথিবীর মত মঙ্গল গ্রহেও ঋতু পরিবর্তন হয়। তবে পৃথিবীর মত ৬ টি নয়, মঙ্গল গ্রহে ঋতু আছে চারটি। (৯) ঠিক এই মূহুর্তে মঙ্গল গ্রহতে অভিযানে আছে ৫ টি মহাশূণ্যযান। যাদের মধ্যে তিনটি- the Mars Odyssey, Mars Express ও Mars Reconnaissance Orbiter মঙ্গলের কক্ষপথে অবস্থান করে তথ্য সংগ্রহ করছে এবং বাকি দুইটি- Mars Exploration Rover Opportunity and the Mars Science Laboratory Curiosity মঙ্গল পৃষ্ঠে বিভিন্ন স্থান চষে বেড়াচ্ছে বিজ্ঞানীদেরকে মঙ্গলের সর্বশেষ তথ্য জানানোর জন্য। হোম সৌর জগৎ সৌর জগৎ শুক্র গ্রহ সম্পর্কে ১০টি বিচিত্র তথ্য শুক্র গ্রহ বা ভেনাস (Venus) সৌরজগতের দ্বিতীয়গ্রহ। সূর্য থেকে দূরত্বের দিক থেকে হিসেব করলে সূর্যের একেবারে কাছের গ্রহ হচ্ছে বুধ গ্রহ, আর এর পরই শুক্র গ্রহের অবস্থান। সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়। এর কোনওউপগ্রহ নেই। এর বায়ুমণ্ডল প্রধানত কার্বনডাই অক্সাইড ও নাইট্রোজেন দিয়ে গঠিত। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা ৯৬.৫% আর নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৩.৫% মাত্র। এতে অতি সামান্য পরিমাণে জলীয়বাষ্প, আর্গন, কার্বন মনোক্সাইড প্রভৃতি আছে। কার্বনডাই-অক্সাইড ও জলীয়বাষ্প থাকার দরুন শুক্রের মতো পৃথিবীরও একটি গ্রিনহাউজ প্রতিক্রিয়া আছে। সূর্যের দ্বিতীয় গ্রহ হিসেবে শুক্রের রয়েছে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য। তবে চলুন আজশুক্র গ্রহ সম্পর্কে ১০টি বিচিত্র তথ্য জেনে নেওয়া যাক। ১)শুক্রু গ্রহের আগ্নেয়গিরি (Venusian Volcanoes) সৌরজগতের অন্য কোন গ্রহের তুলনায় শুক্র গ্রহে আগ্নেয়গিরির পরিমাণ বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা তার পৃষ্ঠে ১৬০০টির অধিক আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন। কিন্তু সম্ভবত আরো অনেক সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে শুক্রু গ্রহে যাদের সম্পর্কে আমরা আজও জানি না। সুপ্ত মনে হলেও বিজ্ঞানীদের ধারণা এই আগ্নেয়গিরিগুলো যেকোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। ২) বছরের তুলনায় দিন বড় ! শুক্র গ্রহের একটি দিন পৃথিবীর ২৪৩ দিনে স্থায়ী হয় (এক আবর্তন পূর্ণ করতে শুক্র গ্রহের লাগে ২৪৩ আর্থ ডে)। যেখানে শুক্রের এক বছর (২২৪.৭০১ দিন) সমান পৃথিবীর (৩৬৫.২৫৬ দিন)(সূর্যকে প্রদক্ষিণের সময় অনুসারে)। ৩) শুক্র, পৃথিবীর টুইন? সৌর জগতের সকল গ্রহের মধ্যে শুক্র আর পৃথিবীর মাঝে রয়েছে অনেক মিল যার কারণে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়। দুটি গ্রহই প্রায় সমান আকারের। তাছাড়া পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে। এর দৈহিক গঠন পৃথিবীর মত শক্ত। এর ভর পৃথিবীর ০.৮২ গুণ আর ব্যাস পৃথিবীর ০.৯৫ গুণ। এর গড় ঘনত্ব ৫.১ যাপৃথিবীর ঘনত্বের চেয়ে সামান্য কম। সৌর জগতের যেকোনো গ্রহের তুলনায় শুক্রও পৃথিবীর কক্ষপথ সবচেয়ে নিকটস্থ অবস্থানে রয়েছে। উভয় গ্রহের রয়েছে অপেক্ষাকৃত নবীন পৃষ্ঠতল এবং সেই সঙ্গে উভয় গ্রহের রয়েছে মেঘে পূর্ণ ঘন বায়ুমণ্ডল। (যদিও শুক্রের মেঘ বেশিরভাগ বিষাক্ত সালফিউরিক অ্যাসিডসমৃদ্ধ)। ৪) অতিমাত্রায় গরমশুক্র গ্রহ তার বায়ুমণ্ডল অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড পূর্ণ হওয়ায় চরম গ্রিনহাউজ এফেক্ট শুক্র গ্রহের পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে চলেছে। তাপমাত্রা ৮৭০ ডিগ্রী ফারেনহাইট (৪৭০ ডিগ্রী সেলসিয়াস) অবধি পৌছতে পারে। বায়ুমণ্ডলে গ্রিনহাউজের অধিক মাত্রার কারণেএই গ্রহের উপরিতল সীসাকে দ্রবীভূত করার মত যথেষ্ট গরম। নাসা’র জেট প্রপালশন ল্যাবরেটরির একজন বিজ্ঞানী তার একটি বিবৃতিতে এ খবর জানান। ৫) প্রেসার কুকারের অনুরূপ শুক্র গ্রহের বায়ু শুক্র গ্রহের পৃষ্ঠের উপর বায়ুর চাপ খুব বেশি। পৃথিবীর সমুদ্র স্তরের চাপের তুলনায় প্রায় ৯০ গুণ বেশি। অন্য কথায়, শুক্র গ্রহের চাপ পৃথিবীর সমুদ্রের জলের চাপের অনুরূপ, প্রায় এক মাইলের অর্ধেক(১ কিমি)। ৬) শুক্র সূর্যকে অতিক্রমকারী একটি গ্রহ সূর্যের উপর দিয়ে কোন গ্রহের অতিক্রম করার বিষয়টি একটি দুর্লভ মহাজাগতিক ঘটনা। শুক্র অন্য গ্রহের তুলনায় বিরল একটি গ্রহ, কারণ শুক্র সূর্যের সম্মুখ দিয়ে অতিক্রমকারী একটি গ্রহ! শুক্র গ্রহের এই ধরনের পরিক্রমনকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ট্রানজিট অব ভেনাস’। শুধু শুক্র ও বুধ পৃথিবীর অনুকূল অবস্থান থেকে এই কাজটি করে থাকে। শুক্রকে এমন করে গমন করতে খুব কমই দেখা যায়। বুধ ওশুক্র গ্রহের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের উপর হেলানো রয়েছে বলেই পৃথিবীথেকে আমাদের সৌরজগতের এই দুটি গ্রহের ট্রানজিট দেখা সম্ভব। এই অসাধারণ দৃশ্য ২০১২ সালের ৫,৬ জুন উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম এশিয়া,ইউরোপ,আফ্রিকার পূর্বাঞ্চল থেকে দেখা গেছে। দূরবীন আবিষ্কারের পর সপ্তমবার শুক্রের এই অতিক্রমণের সাক্ষী হতে পেরেছে মানুষ। ৭) উজ্জ্বল গ্রহ যদিও শুক্র সৌরজগতের বৃহত্তম গ্রহ নয় কিন্তু, এটি পৃথিবীর নিকটে অবস্থান করায় আকাশের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হিসেবে বিরাজ করে। পৃথিবীর সাপেক্ষে এর অবস্থানের দরুন একে আমাদের আকাশে সবসময় সূর্যের কাছাকাছি দেখা যায়; সূর্য থেকে এর সর্বোচ্চ কৌণিক দূরত্বহতে পারে ৪৮ ডিগ্রি। এটি সূর্য থেকে ১০.৮২ কোটি কিলোমিটার আর পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। রাতের বেলা চাঁদের পর এটি আকাশের দ্বিতীয় উজ্জ্বলবস্তু হিসাবে যোগ্যতা অর্জন করেছে। ৮) একটি প্রাচীন রহস্য শুক্র গ্রহকে হাজার বছর ধরে পর্যবেক্ষণের একটি টার্গেটেরাখা হয়েছে। প্রাচীন ব্যাবিলনীয়রা ১৬০০ বিসি এর কোনো এক সময় শুক্র গ্রহের আকাশে উদ্দেশ্যহীন ভ্রমেণের কথা রেকর্ড করেছিলেন। গ্রিক গণিতবিদ পিথাগোরাস সকালে ও সন্ধ্যায় আকাশে উজ্জ্বল তারকাটি যে আসলে একই বস্তু শুক্র ছিল তা আবিষ্কার করেন। আমাদের আকাশের সকল গ্রহ-নক্ষত্রের মাঝে ইতিহাসের সর্বত্র শুক্র সবচেয়ে চর্চিত এবং জল্পনার বিষয়ে পরিণত হয়েছিল। ৯) শুক্রের বাতাস খুবই ভারি অবাক করার বিষয় হচ্ছে পৃথিবীর দ্রুততম টর্নেডোর তুলনায় দ্রুততর শুক্রের বাতাস! এর বাতাস অতিদ্রুত গতিতে মাঝখানের মেঘের স্তরের মধ্যে এক ঘন্টায় প্রায় ৪৫০ মাইল ১০) শুক্র গ্রহের পর্যায় (ফেজ) আছে শুক্র যখন সূর্যের বিপরীত দিকে থাকে তখন এর পুরো পর্যায় থাকে। আবার পৃথিবী ও সূর্যের মধ্যে এটি নতুন ফেজ বা পর্যায়ের প্রদর্শিত করে। ১৬১০ সালে এই পর্যায়ক্রমের প্রথম সাক্ষী ছিলেন ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও।

অশ্লেষানক্ষত্রফল

আপনি ভাগ্যবান এবং একজন সুস্থ শরীর আছে। আপনার বক্তব্যে সবাইকে মনমুগ্ধ করার মত জাদু আছে। আপনার মানুষের সঙ্গে কথা বলতে ভাল লাগার সম্ভাবনা আছে; আপনি ঘন্টার পর ঘন্টা একটি বিষয় নিয়ে আলোচনা করতে কিছু মনে করবেন না। তোমার মুখ সুন্দর এবং ছোট চোখ সহ বর্গাকার। আপনার মুখের একটি আঁচিল বা দাগ থাকতে পারে। আপনার বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের ক্ষমতা আপনাকে সেরা স্থানে পৌঁছতে উদ্দীপিত করে। আপনি শুধুমাত্র আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা পছন্দ করেন না। সুতরাং, এটি নিশ্চিত করতে হবে যে আপনার সাথে কথোপকথন করার সময় আপনার কথাগুলি প্রত্যাখ্যান করা হবে না। আপনার গুণাবলীর মধ্যে একটি সত্য যে আপনি আপনার বন্ধুদের জন্য যেকোন কিছু করতে পারেন। কখনো কখনো আপনাকে যারা বিভিন্ন ভাবে সাহায্য করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলে যান। এই পরিস্থিতিতে তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও, মাঝে মাঝে আপনার রাগ মানুষকে আপনার বিরুদ্ধে নিয়ে যেতে পারে। তাই, সবসময় এর উপর একটি নিয়ন্ত্রণ রাখা উচিত। তবে, আপনি বেশ বন্ধুত্বপূর্ণ এবং সামাজিক। আপনি সমস্যা আসার পূর্বেই তা বিশ্লেষণ করতে সক্ষম হবেন। এই কারণে আপনি সাধারণত সেগুলির জন্য প্রস্তুত থাকেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করা আপনার প্রকৃতি নয়। এটি আপনাকে প্রতারণা থেকে রক্ষা করবে। আপনি সুস্বাদু এবং রসালো খাবার খেতে পছন্দ করেন, কিন্তু নেশা থেকে দূরে থাকা উচিৎ। আপনার মন সবসময় চিন্তা এবং কিছু করার জন্য ব্যস্ত থাকে; এবং আপনি একটি রহস্যময় উপায়ে কাজ করতে পছন্দ করেন। আপনি আপনার কথায় মানুষকে সম্মোহিত করায় বিশেষজ্ঞ। এটি আপনাকে রাজনীতির ক্ষেত্রে সাফল্য দেবে। আপনার উপরে পৌঁছানোর দক্ষতার সহ নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে। কঠোর পরিশ্রমের ক্ষেত্রে আপনি স্মার্ট কাজকেই বেছে নেন। আপনি মানুষের সান্দিধ্যে থাকতে চান যতক্ষণ পর্যন্ত না তারা উপকৃত হচ্ছে। একবার আপনি কোন বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিলে তাতেই আটকে থাকেন। এছাড়াও, আপনি একজন ভাল বক্তা এবং শিল্পী। যদি আপনি একবার কথা বলতে আরম্ভ করেন তাহলে আপনি শুধুমাত্র তখনই থামেন যখন আপনি যা বলতে চেয়েছিলেন তা বলা শেষ হয়।

শিক্ষা এবং আয় : আপনি একজন ভাল লেখক। যদি আপনি অভিনয় ক্ষেত্রে যান, তাহলে আপনি একজন সফল অভিনেতা হতে পারেন। এছাড়াও আপনি শিল্পকলা এবং বাণিজ্য ক্ষেত্রেও এবং ব্যবসা করে উপকৃত হতে পারেন। এই কারণে দীর্ঘ সময়ের জন্য আপনার চাকরি করার সম্ভাবনা কম। যদি আপনি চাকরিও করেন; তাহলেও তার পাশাপাশি ব্যবসা চলবে। বাস্তব দিক থেকে, আপনি উন্নতিলাভ করবেন এবং পর্যাপ্ত সম্পদ থাকবে। আপনার জন্য সন্তোষজনক পেশা হল কীটনাশক বা বিষের সাথে সম্পর্কিত ব্যবসা; পেট্রোলিয়াম শিল্প; রসায়ন; সিগারেট ও তামাক সম্পর্কিত ব্যবসা; যোগব্যায়াম প্রশিক্ষক; মনোবৈজ্ঞানিক; সাহিত্য, শিল্পকলা, এবং পর্যটন সম্পর্কিত কাজ; সাংবাদিকতা; লেখা; টাইপিং; টেক্সটাইল উৎপাদন; নার্সিং; ষ্টেশনারী জিনিস উৎপাদন ও বন্টন ইত্যাদি।

পারিবারিক জীবন : কেউ আপনাকে সমর্থন করল কিনা সেটা কোন ব্যাপার নয়, কিন্তু আপনার ভাই সবসময় আপনার পক্ষে দাঁড়াবে। আপনি পরিবারে অগ্রজ হতে পারেন এবং জ্যেষ্ঠ হওয়ার জন্য আপনাকে পারিবারের সব দায়িত্ব সামলাতে হবে। আপনার স্ত্রীর ত্রুটিগুলি উপেক্ষা করাই মহান কাজ হবে; অন্যথায় মতাদর্শগত পার্থক্য সম্ভব। আপনার আচরণ ও প্রকৃতি সবাইকে প্রভাবিত করবে। যদি আপনি এই নক্ষত্রের শেষ পর্যায়ে জন্মগ্রহণ করেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান হবেন।





পূর্বফল্গুনী - ১১\
\
\
\
পূর্বফল্গুনীনক্ষত্রফল\
\
আপনি সঙ্গীত, শিল্পকলা, সাহিত্য সম্পর্কে অনেক জানবেন, কারণ এইসব বিষয়গুলিতে শৈশব থেকে আপনার আগ্রহ ছিল। আপনার চিন্তাধারার ধরণ বেশ শান্তিপূর্ণ। আপনি সত্যবাদিতার পথে আপনার জীবন নির্বাহ করতে চান। ভালবাসা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হিংস্রতা ও তর্ক থেকে দূরে থাকবেন কারণ আপনি একজন শান্তিপ্রিয় মানুষ। যদি কোন সমস্যা থাকে তাহলে আপনি খুব শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু, যখন এটি আপনার আত্মসম্মানের উপর আসে, আপনি আপনার বিরোধীদের পরাভূত করেন। এছাড়াও, আপনি খুব ভালভাবেই জানেন কিভাবে বন্ধু এবং ভাল মানুষদের স্বাগত জানাতে হয়। অন্তর্জ্ঞানের কারণে, আপনি আগে থেকেই জেনে যান যে অন্য মানুষেরা কি চিন্তা করছে। চারিত্রিক দিক থেকে, আপনি বেশ উদার এবং ভ্রমণ করতে ভালোবাসেন। আপনি সৎভাবে কাজ করতে চান এবং জীবনের বিকাশের জন্য, আপনি সবসময় সত্য ও ন্যায়সঙ্গত পথে বেছে নেন। জীবনে, আপনি একটি ক্ষেত্র বিশেষ খ্যাতি পাবেন। তা সত্ত্বেও, আপনাকে অস্থির মনে হতে পারে। অন্যদের সাহায্য করার জন্য, তাদের অনুরোধ আসার আগেই তাদের সামনে উপস্থিত হয়ে যান কারণ আপনি দয়াবান ব্যক্তি। আপনি একজন স্বাধীনতা প্রেমী হবেন। তবে, আপনি কোন গন্ডি পছন্দ করেন না। আপনি এমন কিছু করা পছন্দ করেন না যা অন্যদের ওপর নির্ভরতা আনে। আপনার মধ্যে আরেকটি গুণ হল আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের অত্যাধিক প্রশ্রয় দেন না, যে কারণে আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে কোন উপকার পান না। আপনার বলিদানমূলক মানসিকতা আছে তাই আপনি অন্যদের কাছ থেকে কোনো সুবিধা নেওয়া পছন্দ করেন না। পরিবারের সঙ্গে আপনার একটি বিশেষ অ্যাটাচমেন্ট আছে এবং আপনি সবসময় আপনার পরিবারকে সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকেন।\
\
\
\
শিক্ষা এবং আয় : আপনি আপনার পেশা পরিবর্তন করতে থাকবেন। 22, 27, 30, 32, 37, এবং 44 বছর বয়স চাকরি এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনার জন্য সন্তোষজনক পেশা হল সরকারি চাকরি; উচ্চতর কর্মকর্তা; নারীদের পোশাক, জিনিসপত্র, এবং প্রসাধনী উৎপাদন বা বণ্টন, বিনোদনকারী; মডেল; ফটোগ্রাফার; গায়ক; অভিনেতা; সুরকার; বিবাহের পোশাক সৃষ্টিকারী, জিনিসপত্র, এবং উপহারের ব্যবসা; জীববিজ্ঞানী; স্বর্ণকার; তুলা, পশম, বা সিল্কের সাথে সম্পর্কিত কাজ; প্রভৃতি।\
\
\
\
পারিবারিক জীবন : আপনার পারিবারিক জীবন সুখী হবে। স্ত্রী ও সন্তানেরা উত্তম আচরণ করবে এবং আপনি তাদের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন। আপনার জীবন সঙ্গী বিশ্বস্ত হবে এবং পরিবারের কল্যাণের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবেন। আপনি প্রেম বিবাহ বা একজন পরিচিত ব্যক্তিকে বিবাহ করতে পারেন। মাঘানক্ষত্রফল আপনার একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে এবং আপনি যেখানেই যান, আপনার প্রধান্যতা বজায় রাখেন। যখন আপনি কোন কিছুর দায়িত্ব নেন, তখন আপনি সেটি যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন কারণ কারণ আপনি উদ্যমী এবং পরিশ্রমী। আপনার কাজ করার একটি ইতিবাচক উপায় আছে। এজন্যই, কখনও কখনও মানুষ আপনার কাজের জন্য বিস্মিত হতে পারেন। আপনার খুব আত্মসম্মান বোধ আছে তাই আপনি কোন কিছুর সঙ্গে আপোষ করেন না। আপনি আপনার আত্মসম্মান রক্ষা করার জন্য সবকিছু করার চেষ্টা করেন এবং সেটি সম্পর্কে সঠিকভাবে চিন্তা করার পরে সবকিছু করেও ফেলেন। ভগবানের ক্ষেত্রে আপনার গভীর বিশ্বাস আছে। সরকার বা সংশ্লিষ্ট বিভাগের সাথে আপনার গভীর সম্পর্ক থাকবে। এছাড়াও, আপনার উচ্চবিত্ত সমাজের মানুষের সাথেও পরিচিতি থাকবে। এছাড়া আপনি এই সম্পর্কগুলি থেকে ভাল উপকার পেতে পারেন। আপনি মিতভাষী এবং বিজ্ঞানের বিষয়ে ভাল জ্ঞান আছে। এছাড়াও, আপনার বিভিন্ন শিল্পকলায় আগ্রহ আছে। আপনি আপনার শান্তিপূর্ণ আচরণ, নির্মল জীবন এবং বুদ্ধিমত্তার জন্য সমাজে সম্মানিত হবেন। আপনার রাগ এড়িয়ে চলা উচিত। যখন কোন কিছু করার সময় আসে তখন আপনি সত্যের বিরুদ্ধে কিছু করাই পছন্দ করেন না। আপনার আচরণের কারণে যাতে কারোর মন খারাপ না হয় তারজন্য আপনি যথাসাধ্য চেষ্টা করেন। যদি আপনি মনে করেন যে কেউ আপনার কারণে দুঃখ পেয়েছে তাহলে আপনি অবিলম্বে ক্ষমাপ্রার্থী হন। নিজের আগ্রহ দূরে সরিয়ে রেখে আপনি সবসময় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন এবং বিনিময়ে কিছুই আশা করেন না। ব্যবসা বা কর্মক্ষেত্রে অত্যধিক সততা কারণে আপনার ক্ষতি হতে পারে। কিন্তু, আপনি আপনার সত্যতার সঙ্গে কখনও আপোষ করবেন না। আপনি ধনী ও ক্ষমতাশালী মানুষদের সাহায্যে জীবনে সব বিলাসিতা পেতে সফল হবেন। তবে আপনি সবসময় ক্ষমতা কারণে সৃষ্ট গর্ব থেকে দূরে থাকবেন। আপনি বস্তুগত সম্পদ একত্রিত করতে চান, কিন্তু আপনি আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ে খুব আগ্রহী হবেন। আদর্শবাদী এবং সত্যবাদী হল আপনার গুণ। এছাড়াও, আপনি সংস্কৃতি, ঐতিহ্য, এবং বড়দের সম্মান করবেন। আপনি উপলব্ধ সুযোগ-সুবিধা শ্রেষ্ঠ ভাবে কাজে লাগাবেন এবং আপনার অনেক শ্রমিক থাকবে। যারা তোমার অধীনে কাজ করবে তারা একটি অনুভূতিপ্রবণ এবং শ্রদ্ধাশীল দিকের সাক্ষী থাকবে। সম্পদ ও সম্পত্তির বিষয়ে আপনি বেশ বুদ্ধিমান হতে চেষ্টা করবেন। আর্থিক বিষয়ের ক্ষেত্রে আপনি আপনার সর্বশক্তি নিয়োগ করবেন এবং তাইজন্য সাফল্য পাবেন। আপনার বিভিন্ন বিষয়ে দক্ষতা থাকবে। এছাড়াও, আপনি সমাজসেবায় আগ্রহী হবেন। এজন্যই আপনি বেশ উৎসাহের সাথে এই কাজগুলিতে অংশগ্রহণ করবেন। আপনি সেই সমস্ত মানুষদের পছন্দ করেন না যারা অন্যের কাজে বাধা সৃষ্টি করে। তবে আপনার অনেক লুকানো শত্রু থাকবে। বন্ধুত্বের দিক থেকে দেখলে আপনার অনেক বন্ধু থাকবে না। কিন্তু, কিছু মুষ্টিমেয় মানুষই আপনার জীবনে অনেক কিছু হবে। আপনার ব্যক্তিত্ব সুন্দর এবং আকর্ষণীয় হবে; আপনার চরিত্র হল আপনার কোন স্বার্থ ছাড়াই মানুষের সেবা করা। অকপট হওয়াই আপনার পরিচয় এবং শক্তি। শিক্ষা এবং আয় : আপনার ধন-সম্পদ ও পরিচায়ক থাকবে। আপনার জন্য সন্তোষজনক পেশা হল ঐতিহাসিক শিল্পকর্মের ব্যবসা; জাতীয় স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় ব্যবসায়ী; আইনজীবী; বিচারক; রাজনীতিবিদ; লেকচারার; শিল্পী; জ্যোতিষী; ইন্টিরিওর ডিজাইনার বা আর্কিটেক্ট; প্রশাসক; একটি প্রতিষ্ঠানের পরিচালক; প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির সম্পর্কিত ব্যবসা; প্রভৃতি। পারিবারিক জীবন : আপনি সাধারণত একটি তৃপ্ত ও সুখী বিবাহিত জীবন অতিবাহিত করবেন। এছাড়াও, আপনার সন্তানরা ভাগ্যবান হবে। জীবন সঙ্গী বেশ বুদ্ধিমান হবেন এবং দৈনন্দিন কাজে বিশেষজ্ঞও হবেন। তিনি পরিবারের সব প্রয়োজনীয়তা পূরণ করবেন।

About astrologer Lob Mukherjee

I am Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer, \r\ngraduate in Commerce and Arts from Rampurhat College, under The University of Burdwan, I have started my journey in the early years of my student life, and from that day my journey is like spiritual journey with Astrology. I find a natural interest in Palmistry at a very young age and after meditation, determination and practice I started my career in the Astrology, Palmistry, Numerology, Vaastu, Material Astrology, professionally. Over 37 years I have helped many Individuals persons, Celebrity, Politicians, Industrialists, and Business Owners for all common issues their of life related to health, wealth, job, career, sickness, marital issues and material success. I . Advising on the problem I like without any bias regarding the social strata and like to keep the solutions simple. I am also constantly contributing on my chamber named Joy Santoshi Ma Astro Research Centre as a c

Our services

horoscopes

We at Astro research Centre strongly believe that if you are prepared for the highs and lows that you

vastu shastra

Vastu says that cosmos is full of positive energies and by keeping a right track on them; one can expe

Palm Reading

Palm Reading is an ancient occult science which had its origins in Babylon, India, China, Sumeria and

numerology

As the name itself suggests, numerology is the study of numbers and their symbolic significance which

Janam Kundli

Birth Charts (janam kundli) are usually much more detailed and accurate than the Horoscope Charts. Hor

Kabojam

Bogolamukhi, Moha Mritunjoy, Projapoti, Maha Sankat Mochan, Nil Saraswati, Donoda Kuber Koboj, Aporaji

Mantram and Jantram

While anybody can draw the yantra, it docs not yield the desired results unless it is energised by a

Santiastayan and Nobograha puja

Navagraha Rituals (Poojas) is performed if the situation of the Grahas (planets) are inauspicious, neg

Gem Testing

Gem Testing Services are done by us.একুয়ামেরিন ( সবুজ পান্না

Choose Your Zodiac Sign

  • Leo
  • 23 Jul - 22 Aug