Friday, May 29th, 2020

Astro Research Centre

নীচভঙ্গ রাজযোগ,বিপরীত রাজযোগ:-বৃহস্পতির গোচর ফল,

নীচভঙ্গ রাজযোগ,বিপরীত রাজযোগ:-বৃহস্পতির গোচর ফল,

নীচভঙ্গ রাজযোগ ও বৃহস্পতির গোচর ফল

নীচভঙ্গ রাজযোগ নিয়ে আলোচনা করার আগে আমাদের নীচভঙ্গ বিষয়ে পরিষ্কার ধারণা থাকা আবশ্যক।
নীচস্থ গ্রহ ভঙ্গ হয় বিভিন্ন প্রকারে।তন্মধ্যে কিছু যোগ খুবই বলবান আর কিছু মধ্যম।
নিম্নে নীচভঙ্গ-এর বলবান যোগ বিবৃত হল―

যে রাশিতে যে গ্রহ নীচস্থ হয় তার অধিপতি গ্রহ যদি নীচস্থ গ্রহের সঙ্গে যুতি বা ক্ষেত্র বিনিময় বা দৃষ্টি বিনিময় সম্পর্কে আবদ্ধ হয় বা নীচ গ্রহ থেকে কেন্দ্রে অবস্থান করে তবে সেই গ্রহের নীচ ভঙ্গ হয়।

উদা:― আমরা জানি মকরে বৃহস্পতি নীচস্থ। যদি মকরের অধিপতি শনি বৃহস্পতির সঙ্গে যুতি বা ক্ষেত্র বিনিময় করে বা শনির দৃষ্টি বৃহস্পতির উপর পড়ে বা শনি মকর থেকে কেন্দ্রে অবস্থান করে তাহলেও বৃহস্পতির নীচভঙ্গ হয়।

অনুরূপভাবে নীচস্থ গ্রহ যে রাশিতে অবস্থিত তার অধিপতি যদি লগ্ন থেকে কেন্দ্রে অবস্থান করে তাহলেও নীচভঙ্গ হয়।

যদি নীচস্থ গ্রহ সেই ঘরের উচ্চস্থ গ্রহের সঙ্গে যুতি করে বা দৃষ্টি দেয় বা চন্দ্র বা লগ্ন থেকে কেন্দ্রে অবস্থান করে তবে নীচভঙ্গ হয়। যেমন– মকরে নীচস্থ বৃহস্পতির সাথে যদি উচ্চস্থ মঙ্গল অবস্থান করে তবে বৃহস্পতির নীচভঙ্গ হয়।

তুলা রাশিতে সূর্য ও শনির সংযোগ সম্পর্কে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু একই সঙ্গে তুলা রাশিতে সূর্য ও শনির সংযোগ নীচ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করে যা সূর্যের নীচস্থ হওয়াকে বাতিল করে।

যদি সূর্য এবং শনি, মেষ অথবা মকর রাশিতে মিলিত হয় তখন ব্যক্তি আরও বেশি ভুক্তভোগী হয়।যখন এই মিলন মিথুন রাশিতে ঘটে তখন এটি ততটা অশুভ নয়। মিথুন রাশি বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সূর্য ও শনি উভয়েই বুধের প্রতি নিরপেক্ষ থাকে। উপরন্তু মিথুন মেধা, বুদ্ধি ও যোগাযোগের প্রতীক। সুতরাং এটি ততটা বিপরীত ফল প্রদান করে না। একই ভাবে কুম্ভ হল বায়বীয় রাশি এবং শনির দ্বারা অধিকৃত।সুতরাং কুম্ভ রাশিতে সূর্য ও শনির সংযোগ ততটা অশুভ নয়।

নিচভঙ্গ রাজ যোগের কতক গুলি উদাহরণ

নীচভঙ্গের মধ্যম যোগ―
নীচস্থ গ্রহ যদি নবাংশে উচ্চস্থ হয়।
নীচস্থ গ্রহ যদি বক্রী হয়।
নীচস্থ গ্রহ যদি বর্গোত্তম হয় তবে নীচভঙ্গ হয়।
গ্রহ যে ঘরে নীচস্থ সেই ঘরে যে গ্রহ উচ্চস্থ হয়, সেই উচ্চস্থ গ্রহ যদি লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্রে অবস্থান করে বা যুতি বা দৃষ্টি বিনিময় সম্পর্কে আবদ্ধ হয় তবে নীচভঙ্গ হয়।

উপরোক্ত নিয়মাবলী যদি যথাযথ পূরণ হয় তবে নীচভঙ্গ রাজযোগ ফলপ্রসূ হতে পারে।তবে যে গ্রহের নীচভঙ্গ হল তা যদি 3,6,8,12 পতি দ্বারা দৃষ্ট বা যুক্ত না হয় এবং নীচস্থ গ্রহের রাশিপতি যদি দুস্থানে অবস্থান না করে বা দুস্থানাধিপতি কর্তৃক দৃষ্ট না হয় তবে নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়।একই সঙ্গে কোন রাজযোগ তখনই ফলপ্রসূ হবে যদি লগ্নপতি বলবান হয় বা দুস্থানে না থাকে। তাই লগ্নপতির বলবত্তাও এক্ষেত্রে বিচার্য।


বিপরীত রাজযোগ:-

প্রথমেই বলব বিপরীত রাজযোগ বলতে এটা এক হরস্কপে অন্যরকম রাজযোগ। এই রাজযোগ মানুষের জীবনে প্রথমে খারাপ কিছু ঘটার পরে আপনাকে জিরো থেকে হিরো করে দেয়ার ক্ষমতা রাখে। তবে এর মধ্যে কিছু নেগেটিভ বিষয় অবশ্যই বর্তমান থাকে, কারণ কথাতেই বলা আছে বিপরীত রাজযোগ, কারণ এখানে ষষ্ঠ পতি, অষ্টম পতি, এবং দ্বাদশ পতি আপনার হরস্কপে মারক বলে গণ্য হয়। এই তিন অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশ থানে অবস্থান করে, তখনই এই বিপরীত রাজযোগ সৃষ্টি হয়।

কত ধরনের বিপরীত রাজযোগ হয়?
->
১)ষষ্ঠ পতি ষষ্ঠে কিংবা অষ্টমে কিংবা দ্বাদশে।
আবার
২)অষ্টম পতি ষষ্ঠে কিংবা অষ্টমে কিংবা দ্বাদশে,
আবার
৩)দ্বাদশ পতি ষষ্ঠ কিংবা অষ্টমে কিংবা দ্বাদশে অবস্থান করতে হবে, তবেই এই যোগ সৃষ্টি হবে।

***এইযোগ active হওয়ার কিছু নিয়ম এবং শর্ত বলি:-
1.কারুর কারুর হরস্কপে এইরকম যোগ দুটো বা তিনটে হয়ে থাকে কারোর কারোর একটি হয়ে থাকে। একের অধিক হলে এই যোগ বেশি কার্যকর হয়।
2. এবার দেখতে হবে যদি এই যোগ কোন তুঙ্গস্ত রাশিতে হয়ে থাকে অথবা কোন মিত্র রাশিতে হয়ে থাকে এই যোগ ভালোভাবে কাজ করে।

3. অবশ্যই সেই গ্রহের ডিগ্রী বলা বল থাকতে হবে।

4. এই যোগ তখনই কার্যকর হবে যখন তার দশা চলবে। অর্থাৎ সেই গ্রহের দশায় আপনি এর ফল পাবেন।

5. এই যোগ যদি শত্রু গ্রহ বিহীন তৈরি হয়, এবং বন্ধু গ্রহের সংস্পর্শে বেশি কার্যকর হয়।

6. অশুভ গ্রহের দৃষ্টি যদি না থাকে এবং যদি এই যোগকে শুভ গ্রহের দৃষ্টি করে, তাহলে এই বিপরীত রাজযোগ বেশি কার্যকর হয়।

তবে এটা মনে রাখবেন এটা অন্য সাধারণ রাজযোগ এর মতন ফল দেয় না, এটা সর্বদা মনে রাখবেন এটি হল বিপরীত রাজযোগ অর্থাৎ প্রথমে খারাপ ফল দিয়ে বা প্রথমে আপনার সাথে কোন খারাপ ঘটনা ঘটিয়ে আপনাকে সেখান থেকে ইউটান বা জিরো থেকে হিরো করবে।

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের Astro Research Centre এর পেজটি লাইক করুন এরকম আরো জ্যোতিষ সংক্রান্ত তথ্য জানতে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করুন।

এই পোস্টটি কেউ কপি করবেন না, পারলে শেয়ার করুন।

উন্নতির কারক বৃহস্পতি ।

গোচর ফল ঃ

জন্ম রাশি মানসিক ভয়

দ্বিতীয় আর্থিক লাভ

তৃতীয় ক্লেশ

চতুর্থ আর্থিক হানি

পঞ্চম সুখ , আর্থিক লাভ , বিদ্যা , সন্তান

ষষ্ঠ শোক ,রোগ , শত্রু

সপ্তম রাজ সন্মান

অষ্টম মৃত্যু , মৃত্যু তুল্য , কষ্ট , আর্থিক হানি

নবম সুখ , আর্থিক লাভ ,

দশম দারিদ্রতা , বচন ভঙ্গ , বানী হানি

একাদশ আর্থিক লাভ

দ্বাদশ রোগ , কষ্ট


Astro Research Centre

Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer

Founder of Astro Research Centre

ph no ফোন : 8906959633/9593165251

Email --lobmukherjeejsmarc@gmail .com

Add--Rampurhat .Harisava para.Birbhum pin no 731224

please like and share my page --Astro Research Centre

contact www.arcsm.in
My website- arcsm.in
Please visit here
For Registration check in here.

All kind of Gems Stone are Testing here

All Kind of Certified Gems and Stone available here


পাইকারী ও খুচরা মূল্যে সকল প্রকার রত্ন পাওয়া যায়
রত্ন ব্যবসায়ীরা ও জ্যোতিষ বন্ধুরা যোগাযোগ করুন

জ্যোতিষ শাস্ত্র বা জন্ম কুণ্ডলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটস্যাপ no 8906959633
নিজের নাম, ঠিকানা ও জন্ম তারিখ, সময়, স্হান লিখে পাঠাবেন


হরে কৃষ্ণ মহামন্ত্র‬ রোজ পাঠ করুন রত্ন ধরনের প্রয়োজন নাই

আপনি কি জানতে চান আপনার ভাগ্যের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি গুলি কি কি?? এবং অনলাইন poriseva পরিষেবা পেতে চান

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.arcsm.in গিয়ে ৫০০/১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী (pdf )ও প্রতিকার লিখে প ঠানো হবে।
Blog Url:
https://arcsm.in/blog.php?blog=20200529171407