পতি-পত্নীভাব/বানিজ্যভাব/অংশীদার /সপ্তম ভাব Pati patnni, swami, Banijya, Babsa, partnership, s Saptamvab,
জাতকেরঃ-ব্যাবসা বানিজ্য, ফান বৃত্তি, আনন্দ, দাম্পত্য প্রীতি,ঝগড়া,বিবাদ, বিবাহিত জীবন,অংশীদার(ব্যাবসায়ীক) সংক্ষিপ্ত ভ্রমন, ছোট ভাই বোনের সন্তান, প্রতিষ্ঠা, প্রজনন শক্তি, রনভূমি,নষ্টধন, মনিব,ভোগ সুখ, ব্যাবহার, মামলা-মোকর্দ্দমা, গুড়, দই, ক্ষীর, ব্যঞ্জন।
কালপুরুষের অঙ্গঃ- প্রজনন অঙ্গ,স্ত্রী অঙ্গ,মুত্রাশয়,কিডনী,গর্ভশয়।
দিক বিচারঃ- পশ্চিমদিক।
আত্মীয় বিচারঃ- স্বামী, স্ত্রী, অংশীদার পরাজিত শত্রু, পালক পুত্র/কন্যা,দ্বিতীয় সন্তান,দাদা,নানী,ছোট ভাই বা বোনের প্রথম সন্তান (ভাগিনা,ভাগ্নি, ভাতিজা,ভাতিজী)।
একথা প্রায় ব্যবসায়ীর মুখে শুনতে পারবেন। কেন সমস্যা হয় ব্যবসায়! এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ নক্ষত্র, ভাগ্য, স্থান ও কালের উপর ভিত্তি করেই নির্ভর করে ব্যবসায় লাভ বা ক্ষতি। তাই নিজের ভাগ্য জেনেই তবে কোনও ব্যবসা শুরু করা উচিত। তবে ব্যবসার সমস্যা এড়িয়ে চলা যায় অনেকটাই।জেনে নেওয়া যাক কোন গ্রহের প্রভাবাধীনে কোন ধরনের ব্যবসায় উন্নতি হয়। কোন ধরনের ব্যবসা আপনার জন্য শুভ জেনে নিন
হাতের রেখা ও জাত কুণ্ডলী দেখে ব্যবসা নির্ণয়।
রবি — রবি শুভ হলে কাঠ, পাথর, কয়লা, লোহা, তামা, সোনা, তামার ব্যবসায় এবং ওকালতি, ডাক্তারি কেশর, সর্ষে, কম্বল, ঠিকাদার বা প্রোমোটারদের ব্যবসায়ে উন্নতি হয়। রবির প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল শষ্যজাতীয়, মুক্তো, সোনা, রেশম, কোনও কঠিন বস্তু, ওষুধের ব্যবসা, ব্যবহার্য দ্রব্য, কাঠ, কাচ ইত্যাদি।
চন্দ্র — চন্দ্র শুভ হলে রাসায়নিক দ্রব্য, তরল পদার্থ, খাদ্য দ্রব্য, আমদানি-রপ্তানি, জাহাজ, পুস্তক রচনা, ছবি আঁকা, গান-বাজনা প্রভৃতিতে উন্নতি হয় এবং তারা এই ব্যবসায়েতেই আকর্ষিত হয়।
মঙ্গল —মঙ্গল শুভ হলে যুদ্ধ বিভাগ, পুলিশ বিভাগ, গৃহনির্মাণের সরঞ্জাম, খাদ্যশস্য, তৈলজাত দ্রব্য,তামা, রত্ন, মসুর ডাল, ধাতু ও ধাতব পদার্থ, আগ্নেয়াস্ত্র, কৃষিজ দ্রব্য, শল্য চিকিৎসায় উন্নতি হয়। তারা এইসব ব্যবসাতেই বেশি আকর্ষিত হয়। মঙ্গলের প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল গুড়, চিনি, মিছরি, লাল ও ঘন লাল রঙের দ্রব্য, কফি, চা, কোকো, লোহা, ইট, সিমেন্ট, শেয়ার, বৈদ্যুতিক দ্রব্য ইত্যাদি।
বুধ — বুধ শুভ হলে কাগজ, প্রকাশনা, অভিনয়, নাচ, গান শেয়ার কেনা বেচা, ওকালতি, ডাক্তারীতে উন্নতি হয় তারা সাধারণত এই ব্যবসায় হয়। বুধের প্রভাবাধীন ব্যবসার দ্রব্যগুলি হল তৈল্যবীজ, সবুজ রঙের বস্ত্র, মটর, সবুজবর্ণের দ্রব্য, পত্রিকা, পত্রিকা/কাগজ/প্রকাশনা সংস্থার শেয়ার ইত্যাদি
বৃহস্পতি — বৃহস্পতি শুভ হলে পৌরহিত্য, গ্রন্থরচনা, অধ্যাপনা, মুদ্রন, হোটেল, খাবারের দোকান, রত্ন, মনোহারী দ্রব্য ও ওকালতি প্রভৃতির ব্যবসায় উন্নতি করে এবং এসব কাজেই তারা বেশী আকর্ষিত হয়। বৃহস্পতির দ্রব্যগুলি হল হলুদ, মোম, সৈন্ধব লবণ, সর্ষে, গম, যব, আখ, কর্পূর, আখ ইত্যাদি। রাহু ও কেতুর প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল গোমেদ, পুরনো ও দুর্লভ দ্রব্য, লোহা, চামড়ার দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্য, যন্ত্রাংশের ব্যবসা প্রভৃতি। শনির প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল, কালো রঙের বস্তু, কাঁচা লোহা, নীল রঙের বস্তু, কালো মোষ, উট, খচ্চর, কালো ঘোড়া, কালো ছোলা, মটর, কৃষ্ণ তেল, তিল, কম্বল, উল, পুরনো কাঠ, কয়লা, সিমেণ্ট প্রভৃতি
শুক্র — শুক্র শুভ হলে শিল্প, অভিনয়, গ্রন্থরচনা, আমদানি-রপ্তানি, সুগন্ধী বস্তু, সুতির বস্ত্র, হীরা, কোনও দামী রত্ন, হীরের গহনা, প্ল্যাটিনামের গয়না, গৃহসজ্জার দ্রব্য, জায়ফল, জয়ত্রী, ত্রিফলা, ছাতা, সুন্দর ও আকর্ষক রঙিন পোশাক, ফিল্ম, ফোটোগ্রাফির দ্রব্য প্রভৃতিতে উন্নতি হয়। তারা এইসব কাজ করতে ভালবাসে।
শনি — শনি শুভ হলে ইট, কাঠ, পাথর, কয়লা, যানবাহন, তৈলজাত দ্রব্য, কলকারখানার যন্ত্রপাতি, শস্যদানা, মাছ, সার, জমি, বাড়ি কেনার ব্যবসা ভালো হয়। এসব কাজ তারা কাজ করতে খুব ভালবাসে। কালো মোষ, উট, খচ্চর, কালো ঘোড়া, কালো ছোলা, মটর, কৃষ্ণ তেল, তিল, কম্বল, উল, পুরনো কাঠ, কয়লা, সিমেণ্ট প্রভৃতি
রাহু — রাহুগ্রস্থ জাতকেরা লৌহ, শিল্পজাত দ্রব্য, রসায়ন, কৃষিজাত, শল্য চিকিৎসা পুলিশের কাজে লিপ্ত। তারা তাতেই উন্নতি করে। কালো মোষ, উট, খচ্চর, কালো ঘোড়া, কালো ছোলা, মটর, কৃষ্ণ তেল, তিল, কম্বল, উল, পুরনো কাঠ, কয়লা, সিমেণ্ট প্রভৃতি
কেতু — কেতুর প্রভাবধীন জাতকেরা লোহা কয়লা, কেনাবেচা, দালালী, যেকোনো কালো দ্রব্যের ব্যবসা প্রতি আকৃষ্ট হয় এবং লাভ ও করে।
Astro Research Centre
Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer
Founder of Astro Research Centre
ph no ফোন : 8906959633/9593165251
Email --lobmukherjeejsmarc@gmail .com
Add--Rampurhat .Harisava para.Birbhum pin no 731224
please like and share my page --Astro Research Centre
contact www.arcsm.in
My website- arcsm.in
Please visit here
For Registration check in here.
All kind of Gems Stone are Testing here
All Kind of Certified Gems and Stone available here
পাইকারী ও খুচরা মূল্যে সকল প্রকার রত্ন পাওয়া যায়
রত্ন ব্যবসায়ীরা ও জ্যোতিষ বন্ধুরা যোগাযোগ করুন
জ্যোতিষ শাস্ত্র বা জন্ম কুণ্ডলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটস্যাপ no 8906959633
নিজের নাম, ঠিকানা ও জন্ম তারিখ, সময়, স্হান লিখে পাঠাবেন
হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ পাঠ করুন রত্ন ধরনের প্রয়োজন নাই
আপনি কি জানতে চান আপনার ভাগ্যের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি গুলি কি কি?? এবং অনলাইন poriseva পরিষেবা পেতে চান
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.arcsm.in গিয়ে ৫০০/১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী (pdf )ও প্রতিকার লিখে প ঠানো হবে।
Axis Bank
A/C No 917010026448091
Branch - Rampurhat
Branch Code --1131
IFSC Code -UTIB0001131
এছাড়া Google pay BHIM এবং phone pe তে টাকা পাঠাতে পারেন
বিঃ দ্রঃ স্হায়ী সদস্যপদ Membership rs 2400 সমস্ত প্রকার রত্নের উপর 20%ছাড় দেওয়া হব।