দ্বিমুখী রুদ্রাক্ষ ও চন্দ্র, কেতু
এ জাতীয় রুদ্রাক্ষকে ‘হরগৌরী’ নামে অভিহিত করা হয়। এ রুদ্রাক্ষ ধারণে মনের একাগ্রতা জীবনে শান্তি এনে দেয়। অজ্ঞাতসারে গোহত্যাজনিত পাপের স্খলন হয়। কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে চেতনার সঞ্চার করে। মন্ত্র উচ্চারণসহযোগে এই রুদ্রাক্ষের উজ্জীবন হয়। মন্ত্র পাঠ করে ডান হাতে বা কণ্ঠে এ রুদ্রাক্ষ ধারণ করলে ত্রিজন্ম সঞ্চিত পাপরাশি দূরীভূত হয়।
রাশিচক্রে কেতুগ্রহ নীচস্থ, পাপপীড়িত বা যে কোনোভাবে অশুভ হলে এ গ্রহের শান্তির নিমিত্ত উক্ত রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক ‘ওঁ শ্রীং’ মন্ত্র ১০৮ বার জপ করে ধারণ করলে কেতুগ্রহের সমস্ত কুফল নষ্ট হয়।
তান্ত্রিকমন্ত্র :দুই - ওঁ শ্রীং হ্রীং ক্ষৌ ব্রীং ওঁ।
দ্বিমুখী রুদ্রাক্ষ- চন্দ্র গ্রহের জন্য এবং ধন বৃদ্ধি ও মোক্ষলাভের জন্য
এই রুদ্রাক্ষ হরপার্বতীর দ্যোতক। শিব ও শক্তি যুগপৎ এতে অবস্থান করেন। একে তাই ‘অর্ধনারীশ্বর’ হিসেবেও ধরা হয়। এর নিয়ন্ত্রক গ্রহ চন্দ্র। আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষ ধরনে লক্ষী দেবী তুষ্ট হন
এই রুদ্রাক্ষ ধারণ করলে যেমন একাগ্রতা বাড়ে, তেমনি ধ্যানস্থ অবস্থায় শরীরে কোনো ক্ষিদেবোধ থাকে না, ফলত যতক্ষন ইচ্ছে ধ্যানে নিমগ্ন থাকা যায়।
বহু রোগ নিরাময় হয় Du Mokhi Rudrakha
এই রুদ্রাক্ষ ধারণে মনের একাগ্রতা ও বিবাহিত জীবনে শান্তি এনে দেয়। অজ্ঞাতসারে গোহত্যাজনিত পাপের স্খালন হয়। ঘনঘন তৃষ্ণা, অল্প পরিশ্রমে ক্লান্ত, বাত, শ্লেষ্মা, প্রতিষ্ঠালাভে বাধা, ক্ষয় রোগ, পক্ষাঘাত, যকৃৎ পীড়া, চঞ্চলতা, অস্থিরতা, শ্বেতপ্রদর রোগ, ঘন ঘন সর্দি কাশি, পুরাতন বা বংশগত রোগ, কর্মস্থানে উন্নতিতে বাধা, স্থায়ী কর্মলাভে বাধা, অপবাদ, ফুসফুসের রোগ, অন্ত্র বৃদ্ধি, মুত্রাশয়ের রোগ, সর্বদা মানসিক অশান্তি প্রভৃতির থেকে রক্ষা পাওয়া যায়। কুলকুন্ডলিনী শক্তি সম্পর্কে চেতনার সঞ্চার করে। দক্ষিণ বাহুতে কিংবা কন্ঠে এই রুদ্রাক্ষ ধারণ করলে ত্রিজন্ম সঞ্চিত পাপরাশি দূরীভূত হয়। রাশিচক্রে কেতুগ্রহ নীচস্থ, পাপপীড়িত বা যে কোনো ভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উপরোক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কার পূর্বক ধারণ করলে কেতু গ্রহের সমস্ত কূফল নষ্ট হয়।
চন্দ্রের প্রতিকার Chandrer pratikar Moon pratibidhan
শিব-গায়ত্রী - তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি। তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ১বার
চন্দ্র মন্ত্রের শেষে নমঃ বলবেন
---------
মন্ত্র - ওঁ ঐং ক্লীং সোমায়ঃ। জপ সংখ্যা - ২৮ বার।
গায়ত্রী-- ওঁ ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতত্বায় ধীমহিঃ তন্নঃ চন্দ্রঃ প্রচোদয়াৎ। ১বার
প্রণাম-- ওঁ দধিশঙ্খতুষারাভং ক্ষীরোদার্ণবসম্ভবম্। নমামি শশিনং ভক্ত্যা শম্ভোর্মুকুটভূষণম্॥
১বার
কেতুর উপায়
মন্ত্র - ওঁ হ্রীং ঐং কেতবে। জপ সংখ্যা - ২৮ বার।
গায়ত্রী-- ওঁ গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ কেতুঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ পলালধূমসঙ্কাশং তারাগ্রহবির্মদকম্। রৌদ্রং রৌদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহং॥
ইষ্টদেবতা - ধূমাবতী।
- শনি/মঙ্গল বার, প্রশস্ত সময় - সন্ধ্যাবেলা
মূল্য দাম, price, dam rate : 200/300/500/600/800
Govt.Enrolled &Enlisted Astrologer
আপনি কি জানতে চান আপনার ভাগ্যের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি গুলি কি কি?? এবং অনলাইন poriseva পরিষেবা পেতে চান?
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.arcsm.in গিয়ে ৫০০/ ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী (pdf )ও প্রতিকার লিখে প ঠানো হবে।
**ফ্রি হরোস্কোপ করতে 12টা সাবস্ক্রাইব করতে হবে (শুধুমাত্র আর্থিক সমস্যা যাদের আছে )
ফোন নাম্বার : 8906959633
Axis Bank
A/C No 917010026448091
Branch - Rampurhat
Branch Code --1131
IFSC Code -UTIB0001131
এছাড়া Google pay BHIM এবং phone pe তে টাকা পাঠাতে পারেন
বিঃ দ্রঃ স্হায়ী সদস্যপদ Membership rs 2400 সমস্ত প্রকার রত্নের উপর 20%ছাড় দেওয়া হবে
খুচরো, পাইকারি রত্ন ব্যবসায়ী ও জ্যোতিষ বন্ধুরা যোগাযোগ করুন
সমস্ত প্রকার রত্ন পরীক্ষার ব্যবস্হা আছে
আমার নতুন youtube channel
https://www.youtube.com/channel/UCFgC3ww0Soj5GOrXjKuFJtw