রাহুর দ্বাদশ ভাবে সুফল ও প্রতিকার
লগ্নের দ্বাদশ ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা অর্থলগ্নি সূত্রে বহু আয়, আইনজীবী, বিবাহ বহির্ভুত সম্পর্ক, আয়ু ও ভ্রমণের যোগ থাকে।
লগ্নের একাদশ ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা হঠাৎ করে প্রচুর ধনপ্রাপ্তির সুযোগ থাকে, পাশাপাশি ভ্রমণ ও ভ্রমণসূত্রে লাভের যোগ থাকে।
লগ্নের দশম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা বহু কর্মে যুক্ত, পিতৃধনে ধনী, বাকপটু ও উপরি অর্থপ্রাপ্তির যোগ থাকে।
লগ্নের নবম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকার সৌভাগ্যের যোগ, পিতার দ্বারা সৌভাগ্যশালী, বহু তীর্থ ভ্রমণ, কর্মে সফলতা ও প্রেমে সাফল্যের যোগ থাকে।
লগ্নের অষ্টম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকার অর্থ বা সম্পত্তি কেনা বেচা ব্যবসায়ে লাভবান, শয্যাসঙ্গীকে সুখদানে সক্ষম, পারিবারিক সূত্রে অর্থবান হওয়ার যোগ থাকে।
লগ্নের সপ্তম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা অলস প্রকৃতির হলেও জনপ্রিয়, সকল কামনা বাসনা তৃপ্ত, নানা উপায়ে অর্থশালী, ইন্দ্রিয়সুখে সুখী, একের অধিক ব্যবসার যোগ থাকে।
লগ্নের ষষ্ঠ ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা প্রচন্ড উদ্যমী, জেদী, পরিশ্রমী, আইনি জ্ঞান থাকবে, শত্রুজয়ীর যোগ থাকে।
লগ্নের পঞ্চম ঘরে রাহু থাকলে জাতক ও জাতিকা অতি রোমান্টিক, ব্যবসায়ে সফল, হঠাৎ বিখ্যাত হয়ে যাওয়ার যোগ থাকে।
লগ্নের চতুর্থে রাহু থাকলে বেড়াতে ভালবাসে, পরিবারের সূত্রে লাভ, দৃঢ় মানসিকতার হয়ে থাকে।
লগ্নের তৃতীয়ে রাহু থাকলে উদ্যমী, হস্তশিল্পে দক্ষতা, লড়াকু ও সাহসী মানসিকতার হয়ে থাকে।
লগ্নে দ্বিতীয়ে রাহু থাকলে অর্থপ্রিয়, বাক্যপটু,আত্মীয়দের থেকে লাভবান হওয়ার সুযোগ থাকে।
প্রথমে রাহু থাকলে প্রচুর উদ্যমী, বিভিন্ন গুণসম্পন্ন, নেতৃত্ব দিতে ভালবাসে, আকর্ষণ ক্ষমতা প্রচুর
রাহুর উপায় ঃ
১ সরস্বতী উপাসনা করতে হবে ।
৩ তামাক সেবন নিষেধ ।
৪ গোমেধ কে পঞ্চ ধাতুর আংটি তে লাগিয়ে অনামিকায় ধারন করতে হবে ।
রাহু -:-
•মূল - শ্বেত চন্দনের মূল।
•ধাতু - i) লোহা , ii) স্টীল।
•রত্ন - গোমেদ।
রাহু
---------
মন্ত্র - ওঁ ঐং হ্রীং রাহবে নমঃ । জপ সংখ্যা - ১২০ বার।
গায়ত্রী-- ওঁ শিরোরূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ রাহুঃ প্রচোদয়াৎ।
প্রণাম-- ওঁ অর্দ্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকম্। সিংহিকায়াঃ সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম্॥
ইষ্টদেবতা - ছিন্নমস্তা।
ধারণরত্ন - গোমেদ, ধূপ - দারুচিনি, বার - শনি/মঙ্গল বার, প্রশস্ত সময় - সকাল ১১-১.৩০দুপুর পর্যন্ত।
Astro Research Centre
Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer Founder of Astro Research Centre ph 8906959633 /9593165251 Email --lobmukherjeejsmarc@gmail .com Add--Rampurhat .Harisava para.Birbhum please like and share my page --Astro Research Centre contact www.arcsm.in
My website- arcsm.in
Please visit here
For Registration check in here.
All kind of Gems Stone are Testing here
All Kind of Certified Gems and Stone available here
পাইকারী ও খুচরা মূল্যে সকল প্রকার রত্ন পাওয়া যায়
রত্ন ব্যবসায়ীরা ও জ্যোতিষ বন্ধুরা যোগাযোগ করুন
***জ্যোতিষ শাস্ত্র বা জন্ম কুণ্ডলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসআপ no 8906959633
নিজের নাম, ঠিকানা ও জন্ম তারিখ, সময়, স্হান লিখে পাঠাবেন
Lob Mukherjee
Govt.Enrolled &Enlisted Astro