জ্যোতিষ শাস্ত্র মতে কয়েকটা শুভ ও অশুভ যোগ
২) ভাগ্যবান বা ভাগ্যবতী যোগ: - লগ্নপতি ও নবম পতি একসাথে ১মে,২য়ে বা ৯মে থেকে সুভ বৃহস্পতির সংগে সম্পর্ক যুক্ত হলে, বা লগ্নপতি ও নবম পতি স্বক্ষেত্রে বা ক্ষেত্র বিনিময় করে এবং বলবান বৃহস্পতি কেন্দ্রে বা কোন এ অবস্থান করলে জাতক সদা সৌভাগ্যের অধিকারী হন।
সমাজে যশ ও সন্মান যোগ : - তৃতীয় পতি ও নবম পতি যদি স্থান বিনিময় করে, বা ৩য় পতি ও ৯ম পতি ৩য় বা ৯মে থাকে, অথবা মংগল ৩য় ভাব বা ৩য় পতির
সংগে শুভ অবস্থান করে তবে জাতকের সমাজে মান সন্মান, যশ ও প্রতাপ বৃদ্ধি পায় ।
৩)ভাল গুরু বা সদগুরু লাভ : - লগ্নপতি কেন্দ্রে বা কোনে বা দশম এ অবস্থান করে এবং ৫ম পতি কেন্দ্রে বা স্বক্ষেত্রে বা উচ্চস্থ হয়ে সুভ নবম পতির সংগে সম্পর্ক যুক্ত হয় জাতকের সদগুরু লাভ হয় তবে বর্তমানে এই যোগ খুব ই কম পাওয়া যায়।
৪)দীর্ঘায়ু যোগ :- ১০ম পতি, লগ্নপতি ও ৮ম পতি এবং শনি গ্রহ একাদশ এ, কেন্দ্রে বা কোন এ অবস্থান করে বা
১০ম পতি ও শনি স্বক্ষেত্রে, উচ্চ বা মিত্র ক্ষেত্রে থাকে তবে জাতক দীর্ঘায়ু হয় ।
৫)ধন যোগ : - লগ্নপতি,একাদশ পতি,নবম পতি, সপ্তম পতি,পঞ্চম পতি ও ২য় পতি যদি সুভ যোগ এ আবদ্ধ হয়,একে অপরের সাথে শুভ সন্মন্ধ যুক্ত হলে জাতক অত্যন্ত ধনবান হয়।
৬)ইন্দ্র যোগ : - পঞ্চম পতি ও একাদশ পতি ক্ষেত্র বিনিময় করলে এবং চন্দ্র ৫মে থাকলে পরাক্রমী,ভোগবিলাশী,রাজা বা সরকারের থাকে লাভবান হয়।
৭)সুনফা যোগ :- চন্দ্র থেকে রবি ছাড়া অন্য গ্রহ থাকলে সুনফা যোগ হয়
এর ফলে জাতক নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত ও অনেক ধন সম্পত্তির অধিকারী হন ।
৮)অনাফা যোগ :- চন্দ্রের অবস্থান থেকে দ্বাদশে রবি ছাড়া অন্য যে গ্রহ থাকলে অনাফা যোগ হয় এর ফলে জাতক মান সন্মান,যশ,প্রতিপত্তি লাভ হয় ।
৯)দুর্ধরা যোগ :- চন্দ্রের দুদিকে অর্থাৎ ২য়ে ও দ্বাদশে রবি ছাড়া অন্য গ্রহ থাকলে এই যোগ হয়। এর ফলে মান সন্মান, প্রতাপশালী,যানবাহনের অধিকারী হন ।
১০)চন্দ্র মংগলা যোগ :- চন্দ্র ও মংগল পরস্পর মিত্র রাশিতে অবস্থান করে জাতক প্রভুত ধন সম্পত্তির অধিকারী, একাধিক ক্ষেত্র থেকে আয়ুরভেদা তবে একটু রাগ বেশী হয় ।
উপরোক্ত যোগ গুলি সব ই শুভ যোগ এবার কিছু অশুভ যোগ সম্পর্কে আলোচনা করছি
১১) কালসর্প দোষ :-
জন্ম ছক এ রাহু ও কেতুর এক পাশে সব গ্রহ গুলি অবস্থান করলে কালসর্প দোষ হয় এর ফলে জাতকের জীবন বাধাবিঘ্ন,দুর্ভাগ্য,সমস্যা ইত্যাদি কুফল প্রাপ্তি হয় । এর উপযুক্ত প্রতিকার করা প্রয়োজন।
১২)দারিদ্র যোগ :-একাদশ পতি যদি ৬য়,৮ম,১২শে অবস্থান করলে জাতক অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়।
১৩)গৃহনাশ যোগ :- চতুর্থ পতি দ্বাদশে অবস্থান করে এবং রাহু বা অশুভ গ্রহের সংযোগ হয় তবে জাতকের বাড়ী, সম্পত্তি হারাবে বা নষ্ট হয়।
১৪)মিথ্যাবাদী যোগ :- দ্বিতীয় পতি মংগল বা শরীর ক্ষেত্রে থাকে এবং একাধিক অশুভ গ্রহের সংগে সম্পর্ক যুক্ত হয় তবে জাতক মিথ্যাবাদী হবে।
এ ছাড়াও মাংগলিক ও কালসর্প দোষ রয়েছে যার ফল অশুভ হয়।
আরও অনেক শুভ ও অশুভ যোগ রয়েছে যা পরবর্তী পর্বে আরও আলোচনা করব।
জ্যোতিষ শাস্ত্র পথনির্দেশক মাত্র,
কর্মই আপনার ভাগ্য উন্নতির মুলমন্ত্র ।।
সংগৃহীত
Astro Research Centre
Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer Founder of Astro Research Centre ph 8906959633 /9593165251 Email --lobmukherjeejsmarc@gmail .com Add--Rampurhat .Harisava para.Birbhum please like and share my page --Astro Research Centre contact My website- arcsm.in
Please visit here
For Registration check in here.
All kind of Gems Stone are Testing here
All Kind of Certified Gems and Stone available here
পাইকারী ও খুচরা মূল্যে সকল প্রকার রত্ন পাওয়া যায়
রত্ন ব্যবসায়ীরা ও জ্যোতিষ বন্ধুরা যোগাযোগ করুন