কোন বারে কোন দেব দেবীর পূজা করবেন
সোমবার- দুধ, মধু, বেলপাতা ও একটি পদ্মফুল সহযোগে ভগবান শিবের পূজা ও মা কমলার পূজা করবেন। এই পূজা করলে মনের একাগ্রতা, স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বাড়বে।
মঙ্গলবার- এই বারে মা মঙ্গলচণ্ডী, মা বিপত্তারিণী ও হনুমানজী এবং মা বগলামুখীর পূজা করবেন। এই পূজার ফলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে ও সাহস বাড়বে। মামলা, মোকদ্দমায় জয় লাভ হতে পারে।
আরও
বুধবার- এই বারে মা ত্রিপুরাসুন্দরীর পূজা এবং পারলে শিশুদের কিছু উপহার দেবেন। এতে আপনার জীবনে ভাল যোগাযোগ আসবে।
বৃহস্পতিবার- এই দিনে মা তারার ছবিতে জবাফুলের মালা দিয়ে আরাধনা করুন। তথা লক্ষ্মী, গণেশ ও লক্ষ্মী নারায়ণের পূজা করবেন। এর ফলে আপনাদের জীবনে আর্থিক সঙ্কট কেটে যেতে পারে ও অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাবেন।
শুক্রবার- এই দিনে মাতা ভুবনেশ্বরী ও মাতা সন্তোষীর পূজা করবেন। এই পূজার ফলে জীবনে সুখ বিরাজমান হতে পারে।
শনিবার- এই দিনে মাতা দক্ষিণাকালী, শনিদেব আর অশ্বত্থ গাছকে পূজা করবেন। এর ফলে আপনি জীবনে বিপদমুক্ত হতে পারেন।
**হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ পাঠ করবেন
ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার
ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128
ওঁ নমঃ শিবায় নমঃ বার 128
NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।
বিঃদ্রঃ - প্রিয় বন্ধুরা , আপনাদের রাশি জানার থাকলে ইনবক্স ও ম্যাসেঞ্জারে না লিখে হোয়াটসআপ no 8906959633 নিজের নাম, জন্ম তারিখ, সময়, ও জন্ম স্হান লিখে পাঠাবেন আমি সময় মত উত্তর দেব রত্ন সংক্রান্ত কিছু জানার থাকলে হোয়াটসআপ নাম্বার 8906959633 লিখে জানাবেন। ফোন করবেন না।জয় মা সন্তোষী সকলে ভালো থাকবেন।
*** যারা কলকাতায় থাকেন তাদের সুবিধার জন্য আমি নিয়মিত কলকাতায় বসছি । ফোনে যোগাযোগ করে আসবেন ।ফোন নাম্বার -8906959633