Saturday, June 11th, 2022

Astro Research Centre

কোন গ্রহ কি রং নির্দেশ করেঃ রবি (Sun)

কোন গ্রহ কি রং নির্দেশ করেঃ রবি (Sun)

কোন গ্রহ কি রং নির্দেশ করেঃ রবি (Sun) উজ্জল কমলা, চন্দ্র (Moon) বিবর্ণ বা খুব হালকা হলুদ (প্রায় সাদা), মঙ্গল (Mars) লাল, বুধ (Mercury) সবুজ, বৃহস্পতি (Jupiter) হলুদ, শুক্র (Venus) স্বচ্ছ সাদা বা খুব হালকা গোলাপী, শনি (Saturn) গাড় নীল বা কালো (রাহু – কাল, কেতু – লাল)।

প্রতিটি রঙ এর বিভিন্ন ধরনের চরিত্র আছে ও তার প্রভাব মানুষের উপর আছে। যেমন –

কমলা রং – সব্জি বা ফলের মধ্যে এই রং দেখতে পাওয়া যায়, পুষ্ঠিবদ্ধনকারি রং, চারিভূতের (তেজ, মরুৎ, ক্ষিতি ও অপ্‌) এক আকর্শক প্রাণশক্তি, ক্ষমতা বা কর্মশক্তি। এই রং মানুষের সৎ চরিত্র, কর্তব্যনিষ্ট, প্রেমনিষ্ট, রাজভক্ত, সামাজিকতা, পরস্পর মেলামেশা, সমাজবদ্ধতা বা সঙ্ঘবদ্ধতা, স্ফুর্তি ইত্যাদী গুন বা রূপগুলিকে বঝায় আবার অপরের মতামত বা উপদেশে প্রভাবিত হওয়াকে বোঝায়। এই রং ব্যক্তির আত্মার মহত্ম, ঔদার্য বদান্যতাকে বঝায়, ছলনাহীনতা, অকৃত্রিম ও খাঁটি হয়। অঙ্গভঙ্গী ইচ্ছাজ্ঞাপক বা বন্ধুতবপূর্ণ হয়। নিজের সুনামের অনুপ্রেরণায় চলে, অসৎ চরিত্র, অসৎ রঙ্গপ্রিয় হয় না।

লাল রং – রক্তসঞ্চালনকে নিয়মিত করার জন্য এই রং ব্যবহার করা হয়। কিন্তু মানসিক পীড়া বা ব্যাধিতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই রং একদম ঠিক নয়। লাল রং অধৈর্যের প্রতীক, ঘন ঘন মত পরিবর্তন মানসিকতার, বর্হিমুখী মনোভাব ইত্যাদী নির্দেশ করে। লাল রং এর আরও কয়েকটি গুণ হল করুণা, যুক্তি পরামর্শ দ্বারা কাজ করা বা কাজ করান, বিশ্বাস বা প্রত্যয় উৎপন্ন করা, প্রেরণা, আশাবাদী কিন্তু অসন্তোষ প্রকাশ করতে বা বদনাম করতে পিছপা হয় না। স্বতঃস্ফুর্ত, স্বাভাবিক, স্বাধীন, ইচ্ছামূলক স্বভাবের, সহজ ভাবে কথা বলতে ভালবাসে। বিবাহ বর্হিভুত সম্পর্ক থা্কে ও কামুক হ্য়।

নীল রং – নীল রং চাপ দিয়ে নিচু করা, হীন করা, দমানো, উৎসাহ নষ্ট করা, মনোভঙ্গ করা, বিষন্নতা ইত্যাদী বঝায়, অবশ্যই নীল রঙটি গাড় হওয়া চাই। কারুর যদি নীল রং পছন্দ হয় তবে সে অর্ন্তদর্শী হয়, অভীষ্ট সাধনে রত বা নিয়জিত হয়, যথাযথ হয়, আলোচ্য সমস্যা সমাধানে সহায়ক হয়। নীল রং নিয়ামক প্রবাহকালে বা কঠিন চাপে সংরক্ষ্ণশীলতা, পরিমিততা বঝায়। নীল রং যারা পছন্দ করেন তারা তাদের কামনা, আকাঙ্খা, আবেগ, কামচ্ছাস ইত্যাদীকে নিয়ন্ত্রন করতে জানে, সংযম করতে জানে আবার অপরের ব্যাপারে বা প্রয়জনে এরা খুব অনুভবনশীল হয়, ক্রীয়াশীল হয়, সুবেদী হয়। এরা বিশ্বস্ত বন্ধু হয় ও সুন্দর ও সুস্থ্য জীবন যাপন করে।

সবুজ রং – বর্ষাঋতুর পর শরৎঋতু, এই শরৎ ঋতুতে যে সবুজ রং দেখা যায় তা আমাদের নতুন জীবনের ঘোষণা করে। সবুজ রং কর্তব্যপরায়নতাকে নির্দেশ করে, সমাজসেবায় বা সামাজিক কর্মকান্ডে যথেষ্ট ক্রিয়াশীল এবং সমাজে সুনামের অধিকারী হয়। সবুজ রং সততার প্রতীক, সোজাসুজি বা তৎক্ষনাৎ কথা বলতে ভালবাসে, অবান্তর বিষয় পচ্ছন্দ করেনা। সাধারনত দেখা গেছে যারা সবুজ রং পচ্ছন্দ করেন তারা ভাল শিক্ষক হন। এরা আবার নিজেদের পরিবারের প্রতি আবেগপ্রবন হয় বা অনুভূতিশীল হয়।

আকাশী রং – আকাশী রং যারা পচ্ছন্দ করেন তারা বুদ্ধিমান হয়, বোধশক্তি সম্পন্ন হয়, রসিক হয়, হাস্যরসাত্মক হয়, বিচক্ষণ হয়। এদের সবদিকে নজর থাকে, সাধারণ লোকের চোখে অনেক কিছু এড়িয়ে গেলেও এদের চোখে চট করে এড়ায়না। ছোট খাটো প্ররচনায় বা উত্তেজনায় চট করে রেগে যায়। অল্প মনের দুঃখ, মনের ক্ষোভ প্রকাশের সময় এরা প্রবলভাবে আবেগপ্রবন হয়ে পড়ে, আত্মশ্লাঘা, অস্মিতা, অহংভাবপূর্ণ ব্যক্তি হয়। এরা রুচিশীল ভাবে ও সুস্থভাবে জীবন যাপন করতে ভালবাসে। এরা মহত্ত্ব ও ঔদার্যের প্রতীক হয়।

হলুদ রং – সব্জি বা ফল এর মধ্যে এই রং দেখা যায় এবং এই সব্জি বা ফল আমাদের বা প্রাণীর পাকস্থলির রেচক হিসাবে কাজ করে, আবার আমাদের মাংসপেশীকে সতেজ রাখে ফলে দৈহিক শক্তি বৃদ্ধি পায় ও তেজ বারে। এই রং যারা পছন্দ করে তারা প্রাণশক্তিপূর্ণ হয়, অত্যুজ্জ্বল চিন্তাভাবনা হয় এদের, এদের চিন্তাভাবনার মধ্যে একটা গঠনমূলক ভাব দেখা যায়। এদের মনে অনেক কিছু করার ইচ্ছা থাকে কিন্তু করে উঠতে পারেনা।এরা লাজুক প্রকৃতির হয়, একা থাকতে ভালবাসে। এরা

কিন্তু নির্ভরযোগ্য বন্ধু হয়, লোক দেখিয়ে সন্মান আদায় করতে এরা ভালবাসেনা, এরা ভালবাসা দিয়ে সন্মান আদায় করে নিতে জানে। এরা বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন হয়।

সব শেষে বাকি রইল বেগুনী – বেগুনী রংটি গাড়, সাধারণত গাড় রঙয়ে প্রতিকৃয়া ভাল হয়না, কিন্তু এই রঙটির ক্ষেত্রে একটি অন্য মানে বঝায়। এই রং যারা পছন্দ করে তারা তাদের পরিকল্পনাকে একটি সুন্দর রূপ দিতে পারে। এরা শিল্পকলায়, চারুকলায় বেশ পারদর্শি হয়। যে কোন কাজের খুঁটিনাটি বিষয়ে এরা বেশ সজাগ, সঞ্চয়ী হয়, মিতব্যয়ি হয়, নিজের বিশ্বাসে অভেদ্য হয়, অটল হয়। নির্ভরযগ্যতা, সৃজনশীলতা, একাত্ম হওয়া এদের গুণাবলির মধ্যে পড়ে।

এরা ধৈর্য্যসহকারে যে কোন কাজ সম্পন্ন করতে পারে বা প্রকৃত মূল্যায়ন করে যে কোন কাজ আদায় করে নিতে পারে।

*হরে কৃষ্ণ মহামন্ত্র‬ রোজ পাঠ করবেন

ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার

ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128

ওঁ নমঃ শিবায় নমঃ বার 128

NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।
বিঃদ্রঃ - প্রিয় বন্ধুরা , আপনাদের রাশি জানার থাকলে ইনবক্স ও ম্যাসেঞ্জারে না লিখে হোয়াটসআপ no 8906959633 নিজের নাম, জন্ম তারিখ, সময়, ও জন্ম স্হান লিখে পাঠাবেন আমি সময় মত উত্তর দেব রত্ন সংক্রান্ত কিছু জানার থাকলে হোয়াটসআপ নাম্বার 8906959633 লিখে জানাবেন। ফোন করবেন না।জয় মা সন্তোষী সকলে ভালো থাকবেন।

*** যারা কলকাতায় থাকেন তাদের সুবিধার জন্য আমি নিয়মিত কলকাতায় বসছি । ফোনে যোগাযোগ করে আসবেন ।ফোন নাম্বার -8906959633



Blog Url:
https://arcsm.in/blog.php?blog=20220611232923