কোন কোন দিন চুল-দাড়ি কাটলে কি হয়:
* শনিবার:
সপ্তাহের এই দিনে শনি দেবের আরাধনা করা হয়ে থাকে। এজন্য এই দিনে চুল কাটা অশুভু লক্ষণ বলে বিবেচিত হয়। শনিবারে চুল কাটলে :অর্থ কষ্ট, ঋণ বৃদ্ধি, দারিদ্রতায় জীবন দুর্বিষসহ হয়ে উঠতে সময় লাগে না। এমন কি এই দিন হাত-পায়ের নোখও কাটা মানা।
*রোববার:
হিন্দু শাস্ত্রের উপর লেখা একাধিক গ্রাচীন গ্রন্থ অনুসারে রবিবার সূর্য দেহের আরাধনা করার দিন। সুতরাং এই দিনেও চুল, নখ কাটা নিষেধ। আর এই নিয়ম না মানলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এমনটাই দাবি করা হয় বইগুলোতে।
* সোমবার:
হিন্দুশাস্ত্র অনুসারে সোমবার চাঁদের দিন। তাই এই দিন নখ, চুল কাটলে মানসিক অশান্তি নেমে আসতে পারে।
* মঙ্গলবার:
জ্যোর্তিবিদদের ধারণা, মঙ্গলবারে চুল, দাড়ি-গোঁফ কাটলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আয়ু কমে যায়। তাই এদিন এসব চলবে না। এমন কি ইন্টারভিউ থাকলেও না। এমনটাই দাবি করেন জ্যোর্তিবিদরা।
* বুধবার:
শাস্ত্র মতে, বুধবার নখ, চুল, দাড়ি কাটার সুন্দর দিন। শুধু তাই নয়, নখ-দাড়ি কেটে ভালো করে গোসল সেরে যদি প্রার্থনা করা যায় তাহলে গৃহস্থে সুখ, শান্তির পরিবেশ নেমে আসে।
* বৃহস্পতিবার:
বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন। তাই এদিন এসব কাজ করলে মা লক্ষী খুব রেগে যান। ফলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সুখ-শান্তিও নষ্ট হয়।
* সপ্তাহের এই দিনে শুক্র গ্রহের প্রভাব খুব বেশি থাকে। আর শাস্ত্র মতে এই গ্রহটি হল সৌন্দর্যের প্রতীক। তাই তো এই দিনে নিজেকে সুন্দরে করে তুলতে কোনও বাঁধা নেই। ফলে শুক্রবার খুশি মনে চুল-দাড়ি কাটুন। এদিন নখও কাটতে পারেন। কোনও ক্ষতি হবে না। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার নখ-দাড়ি কাটার মতো কাজ করলে সফলতা লাভের সম্ভাবনা বাড়ি। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি লাভের পথও প্রশস্ত হয়।
***হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ পাঠ করবেন
ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার
ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128
ওঁ নমঃ শিবায় নমঃ বার 128
NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।
বিঃদ্রঃ - প্রিয় বন্ধুরা , আপনাদের রাশি জানার থাকলে ইনবক্স ও ম্যাসেঞ্জারে না লিখে হোয়াটসআপ no 8906959633 নিজের নাম, জন্ম তারিখ, সময়, ও জন্ম স্হান লিখে পাঠাবেন আমি সময় মত উত্তর দেব রত্ন সংক্রান্ত কিছু জানার থাকলে হোয়াটসআপ নাম্বার 8906959633 লিখে জানাবেন। ফোন করবেন না।জয় মা সন্তোষী সকলে ভালো থাকবেন।
*** যারা কলকাতায় থাকেন তাদের সুবিধার জন্য আমি নিয়মিত কলকাতায় বসছি । ফোনে যোগাযোগ করে আসবেন ।ফোন নাম্বার -8906959633