আজকের রাশিফল শুক্রবার 24-06-22
মেষ :- নতুন সম্পর্ক গড়ে উঠবে। সমস্যা দেখা দিতে পারে। অনাবশ্যক ব্যয় হবে। এই সময়ে বেশ কিছু অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন। সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলবার জন্য মনে অনুতাপ হবে।
বৃষ :- জ্যোতিষচর্চা থেকে মনে আনন্দ। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরের দিকে কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রী লোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। বন্ধুর সাথে কোনও তর্ক থেকে ঝগড়া হতে পারে।
মিথুন :- কাজের গতি বাড়বে।কর্মক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে পৈতৃক সম্পত্তি থেকে আয় হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ বলা যায়। শরীরের ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও শত্রুর দ্বারা ক্ষতি।
কর্কট :- বন্ধুদের সহযোগিতা লাভ করবেন সুখ লাভ করবেন। কাজের গতি বাড়বে। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ একটু অভাবের পরিমাণ বাড়তে পারে। স্বামীস্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।
সিংহ :-ব্যবসার দিকে একটু পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাড়তি কথা বিবাদ বাড়াতে পারে।আজ সাংসারিক সুখ শান্তি মাঝে মাঝে অস্থির হয়ে উঠবে পারিপার্শ্বিক লোকদের জন্য।স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে।
কন্যা :- সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে।
তুলা :-শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। ভাগ্যের সহযোগিতা তেমন পাবে না সে কারণে সাফল্যের কাছাকাছি গিয়ে আটকে যেতে হবে।ব্যয় বাড়লেও কোনও সমস্যা হবে না।সন্তানের কারণে প্রসন্ন থাকবেন।
বৃশ্চিক :- নতুন ব্যবসায়িক পরিকল্পনা লাভ করবেন। চাকরিতে দায়িত্ব বাড়তে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল সরূপ কিছু পাবেন না। বাচ্ছার দুরন্ত পনায় অস্থির হবেন । আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।
ধনু :- পড়াশোনায় পরিশ্রমের ফল পাবেন।অসুস্থ হতে পারেন।ব্যায় বৃদ্ধি হলেও ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি। বাড়িতে নতুন কোনও অতিথি আসার সম্ভবনা।
মকর :- সাবধানে লগ্নি করুন সুখ ও ধন লাভ করবেন।কাজের চাপ থাকবে। পরিশ্রম যেমন করবে সফলতাও আসবে সেভাবে। শিক্ষক বা শিক্ষিকাদের কাছে বিশেষ সহযোগিতা পাবেন। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে।
কুম্ভ :- আয় ভালো হবে।অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।জেদ করবেন না। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভবনা। স্নায়ুবিক ভোগান্তির যোগ। চাকুরীর পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে।
মীন :-শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু উপহার পাতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারিকে চোখে চোখে রাখুন।বাড়তি খরচ থেকে সাবধান।সময় অনুযায়ী কাজ অনুকূল থাকবে।পরিকল্পনা পরিবর্তন হতে পারে।
**হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ পাঠ করবেন
ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার
ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128
ওঁ নমঃ শিবায় নমঃ বার 128
NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।
Astro Research Centre
Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer Founder of Astro Research Centre ph 8906959633 /9593165251 Email --lobmukherjeejsmarc@gmail .com Add--Rampurhat .Harisava para.Birbhum please like and share my page --Astro Research Centre contact
বিঃদ্রঃ - প্রিয় বন্ধুরা , আপনাদের রাশি জানার থাকলে ইনবক্স ও ম্যাসেঞ্জারে না লিখে হোয়াটসআপ no 8906959633 নিজের নাম, জন্ম তারিখ, সময়, ও জন্ম স্হান লিখে পাঠাবেন আমি সময় মত উত্তর দেব রত্ন সংক্রান্ত কিছু জানার থাকলে হোয়াটসআপ নাম্বার 8906959633 লিখে জানাবেন। ফোন করবেন না।জয় মা সন্তোষী সকলে ভালো থাকবেন।
*** যারা কলকাতায় থাকেন তাদের সুবিধার জন্য আমি নিয়মিত কলকাতায় বসছি । ফোনে যোগাযোগ করে আসবেন ।ফোন নাম্বার -8906959633
আজকের রাশিফল বৃহস্পতিবার 23-06-22
মেষ :- আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।শুভ রং লাল । শুভ সংখ্যা৮, ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।
বৃষ :- প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য খরচ হবে । পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুভ রং সবুজ,লাল। শুভ সংখ্যা ৫৬। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন সাদা প্রবাল।
মিথুন :- আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।
কর্কট :- প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। শুভ রং লাল । শুভ সংখ্যা ৫। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।
সিংহ :- বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন।শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪৮। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।
কন্যা :- যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।
তুলা :- অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪১। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদা প্রবাল।
বৃশ্চিক :- শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে।
আপনার শুভ রং গোলাপী । শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।
ধনু :- ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।
আগুন থেকে সাবধানে থাকুন। নতুন কোনও কাজের খবর পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা।আপনার শুভ রং হলুদ । শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন, টোপাজ ।
মকর :- প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে।আপনার শুভ রং সাদা, নীল । শুভ সংখ্যা ৭৯। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন জারকন ।
কুম্ভ :- স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৯৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।
মীন :- আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আজ আপনার উপার্জন অসৎ উপায়ে হবে।আপনার শুভ রং হলুদ,গেরুয়া। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।
****হরে কৃষ্ণ মহামন্ত্র রোজ পাঠ করবেন
ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার
ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128
ওঁ নমঃ শিবায় নমঃ বার 128
NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।
Kalker Rashifol, Saptahik Rashifol, Ajker Rashifol, Rashifol, কালকের রাশিফল, আজকের রাশিফল Rashifal
আজকের দিন কেমন যাবে, কালকের দিন কেমন যাবে, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, রবিবার রাশিফল,বুধবার, বুধবারের রাশিফল,
শনিবার রাশিফল, শনিবারের রাশিফল
Dainik rashifal in Bengali, Ajker Rashifal 9 September 2021, thursday horoscope prediction in bengali, thursday rashifal in bengali, 9 September 2021 Dainik Rashifal Bengali rashifal in bengali, 22 February 2021 Dainik Rashifal Bengali AjkerRashifol Kalker Rashifol KalkerRashifal দৈনিক রাশিফল, আজকের রাশিফল, আজকের রাশিফল, রাশিফল ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবারের রাশিফল, বৃহস্পতিবার কেমন যাবে, আজকের রাশিফল
Astro research centre, kp institute of astrology, Rashifal today, ajker rashifal, Daily Rashifal, Ajker Bangla Rashifal, Rashifal Today, Dainik rashifal in Bengali, Ajker Rashifal 9 September 2021, thursday horoscope prediction in bengali, thursday rashifal in bengali, 9 September 2021 Dainik Rashifal Bengali, দৈনিক রাশিফল, আজকের রাশিফল, আজকের রাশিফল, রাশিফল ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবারের রাশিফল, বৃহস্পতিবার কেমন যাবে, আজকের রাশিফল ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার, শনিবার রাশিফল,
#KalkerRashifol, Saptahik Rashifol, #AjkerRashifol, #Rashifol, কালকের রাশিফল, আজকের রাশিফল#Astrology #Horoscope #janmakundali,#AstroResearchCentre,
ফোন : 8906959633
মেষ