দৈনিক রাশিফল

আজকের রাশিফল শুক্রবার 24-06-22

মেষ :-   নতুন সম্পর্ক গড়ে উঠবে। সমস্যা দেখা দিতে পারে। অনাবশ্যক ব্যয় হবে। এই সময়ে বেশ কিছু অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন। সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলবার জন্য মনে অনুতাপ হবে।

বৃষ :- জ্যোতিষচর্চা থেকে মনে আনন্দ। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরের দিকে কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রী লোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। বন্ধুর সাথে কোনও তর্ক থেকে ঝগড়া হতে পারে।

মিথুন :-   কাজের গতি বাড়বে।কর্মক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে পৈতৃক সম্পত্তি থেকে আয় হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ বলা যায়। শরীরের ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও শত্রুর দ্বারা ক্ষতি।

কর্কট :-   বন্ধুদের সহযোগিতা লাভ করবেন সুখ লাভ করবেন। কাজের গতি বাড়বে। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ একটু অভাবের পরিমাণ বাড়তে পারে। স্বামীস্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে।

সিংহ :-ব্যবসার দিকে একটু পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাড়তি কথা বিবাদ বাড়াতে পারে।আজ সাংসারিক সুখ শান্তি মাঝে মাঝে অস্থির হয়ে উঠবে পারিপার্শ্বিক লোকদের জন্য।স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে।

কন্যা :- সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে।

তুলা :-শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। ভাগ্যের সহযোগিতা তেমন পাবে না সে কারণে সাফল্যের কাছাকাছি গিয়ে আটকে যেতে হবে।ব্যয় বাড়লেও কোনও সমস্যা হবে না।সন্তানের কারণে প্রসন্ন থাকবেন।

বৃশ্চিক :- নতুন ব্যবসায়িক পরিকল্পনা লাভ করবেন। চাকরিতে দায়িত্ব বাড়তে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল সরূপ কিছু পাবেন না। বাচ্ছার দুরন্ত পনায় অস্থির হবেন । আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।

ধনু :-   পড়াশোনায় পরিশ্রমের ফল পাবেন।অসুস্থ হতে পারেন।ব্যায় বৃদ্ধি হলেও ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি। বাড়িতে নতুন কোনও অতিথি আসার সম্ভবনা।

মকর :-   সাবধানে লগ্নি করুন সুখ ও ধন লাভ করবেন।কাজের চাপ থাকবে। পরিশ্রম যেমন করবে সফলতাও আসবে সেভাবে। শিক্ষক বা শিক্ষিকাদের কাছে বিশেষ সহযোগিতা পাবেন। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে।

কুম্ভ :- আয় ভালো হবে।অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।জেদ করবেন না। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভবনা। স্নায়ুবিক ভোগান্তির যোগ। চাকুরীর পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে।

মীন :-শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু উপহার পাতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারিকে চোখে চোখে রাখুন।বাড়তি খরচ থেকে সাবধান।সময় অনুযায়ী কাজ অনুকূল থাকবে।পরিকল্পনা পরিবর্তন হতে পারে।

**হরে কৃষ্ণ মহামন্ত্র‬ রোজ পাঠ করবেন



ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার

ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128

ওঁ নমঃ শিবায় নমঃ বার 128

NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।

Astro Research Centre

Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer Founder of Astro Research Centre ph 8906959633 /9593165251 Email --lobmukherjeejsmarc@gmail .com Add--Rampurhat .Harisava para.Birbhum please like and share my page --Astro Research Centre contact

বিঃদ্রঃ - প্রিয় বন্ধুরা , আপনাদের রাশি জানার থাকলে ইনবক্স ও ম্যাসেঞ্জারে না লিখে হোয়াটসআপ no 8906959633 নিজের নাম, জন্ম তারিখ, সময়, ও জন্ম স্হান লিখে পাঠাবেন আমি সময় মত উত্তর দেব রত্ন সংক্রান্ত কিছু জানার থাকলে হোয়াটসআপ নাম্বার 8906959633 লিখে জানাবেন। ফোন করবেন না।জয় মা সন্তোষী সকলে ভালো থাকবেন।

*** যারা কলকাতায় থাকেন তাদের সুবিধার জন্য আমি নিয়মিত কলকাতায় বসছি । ফোনে যোগাযোগ করে আসবেন ।ফোন নাম্বার -8906959633

আজকের রাশিফল বৃহস্পতিবার 23-06-22

মেষ :- আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।শুভ রং লাল । শুভ সংখ্যা৮, ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

বৃষ :- প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য খরচ হবে । পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুভ রং সবুজ,লাল। শুভ সংখ্যা ৫৬। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন সাদা প্রবাল।

মিথুন :- আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

কর্কট :- প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। শুভ রং লাল । শুভ সংখ্যা ৫। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।



সিংহ :- বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন।শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪৮। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

কন্যা :- যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।


তুলা :- অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪১। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদা প্রবাল।

বৃশ্চিক :- শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে।
আপনার শুভ রং গোলাপী । শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

ধনু :- ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।
আগুন থেকে সাবধানে থাকুন। নতুন কোনও কাজের খবর পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা।আপনার শুভ রং হলুদ । শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন, টোপাজ ।

মকর :- প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে।আপনার শুভ রং সাদা, নীল । শুভ সংখ্যা ৭৯। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন জারকন ।

কুম্ভ :- স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৯৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

মীন :- আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আজ আপনার উপার্জন অসৎ উপায়ে হবে।আপনার শুভ রং হলুদ,গেরুয়া। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

****হরে কৃষ্ণ মহামন্ত্র‬ রোজ পাঠ করবেন



ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার

ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128

ওঁ নমঃ শিবায় নমঃ বার 128

NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।

Kalker Rashifol, Saptahik Rashifol, Ajker Rashifol, Rashifol, কালকের রাশিফল, আজকের রাশিফল Rashifal

আজকের দিন কেমন যাবে, কালকের দিন কেমন যাবে, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, রবিবার রাশিফল,বুধবার, বুধবারের রাশিফল,

শনিবার রাশিফল, শনিবারের রাশিফল

Dainik rashifal in Bengali, Ajker Rashifal 9 September 2021, thursday horoscope prediction in bengali, thursday rashifal in bengali, 9 September 2021 Dainik Rashifal Bengali rashifal in bengali, 22 February 2021 Dainik Rashifal Bengali AjkerRashifol Kalker Rashifol KalkerRashifal দৈনিক রাশিফল, আজকের রাশিফল, আজকের রাশিফল, রাশিফল ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবারের রাশিফল, বৃহস্পতিবার কেমন যাবে, আজকের রাশিফল

Best astrologer in Kolkata, Vastu shastra In bengali, Vastu Tips in Bengali, Vastu Shastra For Home, vastu tips for toilet in bengali, vastu shastra for bedroom in bengali, vastu shastra for kitchen in bengali, vastu shastra for home plan in bengali, bengali vastu shastra book free download, vastu shastra for home plan in bengali pdf, vastu shastra books bangla pdf free downloadPlanet,grha, Star, Zodiac Sign, Astrology, Astrological Sciences, Planets, 2021 Predictions, stars and planets, astrology, astrology 2021,
Kudli, Bengali astrology, live astrology, astrology and horoscope, best জ্যোতিষ, vedic astrology, free astrology, free horoscope analysis, free Kundali Bichar, astrology class

astrology february 2021, daily horoscope, popular astrologer, donald trump, narendra modi, best astrologers in kolkata, আজকের রাশিফল, ajker rashifal bangla, kp institute of astrology, ashwini nakshatra, vedic astrology

Astro research centre, kp institute of astrology, Rashifal today, ajker rashifal, Daily Rashifal, Ajker Bangla Rashifal, Rashifal Today, Dainik rashifal in Bengali, Ajker Rashifal 9 September 2021, thursday horoscope prediction in bengali, thursday rashifal in bengali, 9 September 2021 Dainik Rashifal Bengali, দৈনিক রাশিফল, আজকের রাশিফল, আজকের রাশিফল,  রাশিফল ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবারের রাশিফল, বৃহস্পতিবার কেমন যাবে, আজকের রাশিফল ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার, শনিবার রাশিফল,

অশ্বিনী নক্ষত্রের সারাজীবনের শুভ অশুভ বছর, অশ্বিনী নক্ষত্রের জাতকের ভাগ্য,
ASHWINI NAKSHATRA, Ashwini Nakshatra 2021, MESH RASHI, ARIES HOROSCOPE 2019, EASY ASTROLOGY, Lob Mukherjee , K.P ASTROLOGY, NAKSHATRA FOL, অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র 2021, ASTROLOGICAL SCIENakshatra, Nakshatra today, Applied Vastu, Astrology in bengali,

 astro,Astro research centre , numerology 2020, numerology in bengali,Jyotish, kushti Bichar in Bengali, free astrology prediction, online Astrology, astrology, জ্যোতিষ শাস্ত্র, হস্তরেখা, জ্যোতিষ বিদ্যা, ভারতীয়





Best astrologer in Kolkata, Vastu shastra In bengali, Vastu Tips in Bengali, Vastu Shastra For Home, vastu tips for toilet in bengali, vastu shastra for bedroom in bengali, vastu shastra for kitchen in bengali, vastu shastra for home plan in bengali, bengali vastu shastra book free download, vastu shastra for home plan in bengali pdf, vastu shastra books bangla pdf free downloadPlanet,grha, Star, Zodiac Sign, Astrology, Astrological Sciences, Planets, 2021 Predictions, stars and planets, astrology, astrology 2021,
Kudli, Bengali astrology, live astrology, astrology and horoscope, best জ্যোতিষ, vedic astrology, free astrology, free horoscope analysis, free Kundali Bichar, astrology class

astrology february 2021, daily horoscope, popular astrologer, donald trump, narendra modi, best astrologers in kolkata, আজকের রাশিফল, ajker rashifal bangla, kp institute of astrology, ashwini nakshatra, vedic astrology

মেষ রাশির অক্টোবর মাস কেমন যাবে, মেষ রাশির, নভেম্বর মাস মেষ রাশির উল্লেখযোগ্য মাস,2021সাল মেষ রাশি কেমন যাবে,মেষ   রাশি ও মিথুন লগ্নের মানুষের চারিত্রিক বৈশিষ্ট, টা নামের মানুষ কেমন?দোষ -গুন -ভাগ্য ও কর্ম কেমন?প্রতিকার কি হবে?
মঙ্গল গ্রহের প্রতিকার, মঙ্গলের প্রতিকার, মঙ্গল গ্রহের শুভ অশুভ ফল, মাঙ্গলিক দোষ, ভৌম দোষের প্রতিকার, মঙ্গলের প্রভাব
 #Astrologer #lobmukherjee

#KalkerRashifol, Saptahik Rashifol, #AjkerRashifol, #Rashifol, কালকের রাশিফল, আজকের রাশিফল#Astrology #Horoscope #janmakundali,#AstroResearchCentre,
ফোন : 8906959633

***Astro Research Centre

Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer Founder of Astro Research Centre ph 8906959633 /9593165251 Email --lobmukherjeejsmarc@gmail .com Add--Rampurhat .Harisava para.Birbhum please like and share my page --Astro Research Centre contact www.arcsm.in

My website- arcsm.in 

Please visit here

For Registration check in here.

All kind of Gems Stone are Testing here

All Kind of Certified Gems and Stone available here

পাইকারী ও খুচরা মূল্যে সকল প্রকার রত্ন পাওয়া যায়

রত্ন ব্যবসায়ীরা ও জ্যোতিষ বন্ধুরা যোগাযোগ করুন

আজকের রাশিফল বৃহস্পতিবার 23-06-22

মেষ :- আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।শুভ রং লাল । শুভ সংখ্যা৮, ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

বৃষ :- প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য খরচ হবে । পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।শুভ রং সবুজ,লাল। শুভ সংখ্যা ৫৬। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন সাদা প্রবাল।

মিথুন :- আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

কর্কট :- প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। শুভ রং লাল । শুভ সংখ্যা ৫। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।



সিংহ :- বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন।শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪৮। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

কন্যা :- যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।


তুলা :- অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪১। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদা প্রবাল।

বৃশ্চিক :- শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে।
আপনার শুভ রং গোলাপী । শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

ধনু :- ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।
আগুন থেকে সাবধানে থাকুন। নতুন কোনও কাজের খবর পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা।আপনার শুভ রং হলুদ । শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন, টোপাজ ।

মকর :- প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে।আপনার শুভ রং সাদা, নীল । শুভ সংখ্যা ৭৯। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন জারকন ।

কুম্ভ :- স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৯৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

মীন :- আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আজ আপনার উপার্জন অসৎ উপায়ে হবে।আপনার শুভ রং হলুদ,গেরুয়া। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

****হরে কৃষ্ণ মহামন্ত্র‬ রোজ পাঠ করবেন



ওঁ গাং গণেশায় নমঃ’।128 বার

ওঁ সাং সন্তোষী মাতায় নমঃ বার 128

ওঁ নমঃ শিবায় নমঃ বার 128

NB**** - এই মন্ত্র গুলি করলে কোনো রত্ন ধরনের প্রয়োজন হবে না নিশ্চিত ভালো হবে।

Astro Research Centre

Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer Founder of Astro Research Centre ph 8906959633 /9593165251 Email --lobmukherjeejsmarc@gmail .com Add--Rampurhat .Harisava para.Birbhum please like and share my page --Astro Research Centre contact

বিঃদ্রঃ - প্রিয় বন্ধুরা , আপনাদের রাশি জানার থাকলে ইনবক্স ও ম্যাসেঞ্জারে না লিখে হোয়াটসআপ no 8906959633 নিজের নাম, জন্ম তারিখ, সময়, ও জন্ম স্হান লিখে পাঠাবেন আমি সময় মত উত্তর দেব রত্ন সংক্রান্ত কিছু জানার থাকলে হোয়াটসআপ নাম্বার 8906959633 লিখে জানাবেন। ফোন করবেন না।জয় মা সন্তোষী সকলে ভালো থাকবেন।

*** যারা কলকাতায় থাকেন তাদের সুবিধার জন্য আমি নিয়মিত কলকাতায় বসছি । ফোনে যোগাযোগ করে আসবেন ।ফোন নাম্বার -8906959633

আজকের রাশিফল Ajker Rashifol 25/7/20

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। জীবীকার জন্য প্রচেষ্টার অগ্রগতি হবে। পিতার সাথে ভুলবুঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায়ীক কাজে কোনো বন্ধুর সাথে মতপার্থক্য হতে পারে। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। আধ্যাত্মীক কোনো প্রচেষ্টায় সফল হতে পারেন। গবেষণা মূলক কাজে সুফল আশা করা যায়।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২


বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বকেয়া কোনো লেনদেনের নথিপত্র খুঁজতে গিয়ে ঝামেলা দেখা দেবে। আর্থিক উন্নতিতে পাওনাদারের তাগাদা পেতে পারেন। ব্যবসায়ীক কাজের জন্য ব্যাংক ঋণ করতে হতে পারে। জীবন সাথীর সাথে কোনো বিষয়ে মনমালিন্য দেখা দিতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। দিনটি ব্যায় বহুল।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬

*মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। তবে ব্যক্তি জীবনে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীক কাজে জীবন সাথীর কাছ থেকে কিছু অর্থ লাভের আশা করতে পারেন। অংশিদারী ব্যবসায় ভাঙ্গনের সূচণা হতে পারে। খুচরা পাইকারী ও একক ব্যবসায় লেনদেন সংক্রান্ত ভুল করার আশঙ্কা প্রবল।প্রিয়জনের সহিত মতপার্থক্য হতে পারে।

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২


কর্কট রাশি: আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ঝামেলার। কর্মস্থলে নানা রকম জটিলতা ও গোপন শত্রুতার সম্মূখীণ হতে পারেন। ব্যবসায়ীক কাজে কোনো আত্মীয় স্বজনের উপর বেশি বিশ্বাস করা ঠিক হবে না। অংশিদারী কাজ কর্মে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। অন্যের কোনো অপকর্মের দায় আপনাকে নিতে হবে।পরিবারের কেউ অসুস্থ হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২

*সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি অনুকূল। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য বিধি মেনেই পেশাগত দায়িত্ব পালন করতে হবে। ক্রিকেটার ও খেলোয়ারদের আঘাত পাওয়ার আশঙ্কা প্রবল।হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে।

শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

*কন্যা রাশি: আজ কন্যার জাতক জাতিকার দিনটি প্রত্যাশিত কাজে বাঁধা বিপত্তির। সাংসারিক বিষয়ে মাতার সাথে কোনো প্রকার তর্কে জড়িয়ে যেতে পারেন। জীবন সাথীকে নিয়ে আত্মীয়দের সাথে বিরোধে জড়িয়ে যেতে পারেন। জমি আবাসন সংক্রান্ত বাণিজ্যে কিছু অর্থ ব্যায় হতে পারে। সামাজিক কোনো দায়িত্ব পালন করার সুযোগ পাবেন।প্রতিবেশীদের  কাজে কিছু বাধা-বিপত্তি ও ঝামেলা দেখা দিতে পারে। দিনের শেষ দিকে মনের জোড় বৃদ্ধি পাবে।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩

*তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সাংবাদিক ও সাহিত্যিকদের আয় রোজগারে বাধা বিপত্তি দেখা দেবে। বৈদেশিক যোগাযোগে কিছু অগ্রগতি আশা করতে পারেন। ছোট ভাই বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভুল বুঝাবুঝির আশঙ্কা। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।
গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করেও সফল হবে না।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬

*বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিভিন্ন উৎস থেকে কিছু টাকা পয়সা পেতে পারেন। বহুদিন আগে ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে আশানুরুপ অগ্রগতি নাও হতে পারে। খুচরা বিক্রেতাদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা। প্রতিবেশীর সাথে ঝামেলায় না জড়ানোই ভালো।শারীরিক ভাবে কিছু সমস্যা হতে পারে

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজে কর্মে ঝামেলা মোকাবেলা করতে হবে। বৈদেশিক কাজে কিছু অগ্রগতি আশা করতে পারেন। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে কোনো প্রকার ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়।
ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ দুর্ঘটনা জনিত লোকসান গুণতে হতে পারে। যানবাহন চালনার সময়ে সতর্ক হতে হবে। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

মকর রাশি : মকর রাশির জাতক জাতিকার দিনটি সাংসারিক কাজে ব্যয় বহুল। গৃহ সংস্কার বা গৃহস্থালী দ্রব্যাদি ক্রয়ে ব্যয় বৃদ্ধি পাবে। আত্মীয়দের কারো সাহায্য পেতে পারেন। পেশার তরে দূরের যাত্রা করতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। প্রবাসীদের কর্মস্থলে কোনো প্রকার ভুল বুঝাবুঝি দেখা দেবে।

শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। রহস্যজনক উৎস থেকে ধন লাভের যোগ প্রবল। ব্যবসায়ীক বকেয়া বিল আদায়ে আশানুরুপ অগ্রগতি হতে পারে। সাংসারিক বিষয়ে বড় ভাই ও বোনের সাথে অহেতুক দ্বন্দ্বে না জড়ানোই ভাল। বকেয়া বেতন আদায়ের সুযোগ পেতে পারেন। বন্ধুর সাথে চলতে থাকা বিরোধিতার অবশান হতে পারে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার। পিতার সাথে সাংসারিক বিষয়ে কিছু মনমালিন্য দেখা দেবে। আর্থিক বিষয়ে কারো সাহায্য পেতে পারেন। পদস্ত কর্মকর্তার কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে সতর্ক হতে হবে। করো উপর বেশী বিশাস আপনাকে ভোগাতে পারে।শরীর স্বাস্থ্য ও মন মেজাজ ভালো যাবে । কর্মস্থলে সহকর্মী বা অন্যকারো আচরনে কষ্ট পেতে পারেন। অণৈতিক কাজ কর্মে নিজেকে না জড়ানোই ভালো

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭





সুপ্রভাত আজকের রাশিফল বুধবার 22/7/20
মেষ: এই রাশির জাতক জাতিকার আজ দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হবে। বাড়ীতে আত্মীয় কুটম্বর আগমন হতে পারে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। ব্যায় বৃদ্ধি যোগ।
আজ খেলাধুলায় সাফল্য আসবে। প্রেম ও রোমান্সে অগ্রগতি হবে। বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার ও ব্যায় বৃদ্ধি পাবে। লেখক সাহিত্যিক ও সম্পাদকদের দিনটি বলবান থাকবে।

শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩

বৃষ: আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়।এই রাশির জাতক জাতিকাদের কাজের চাহিদা থাকবে ভালোই। কাজের পরিবেশে আজ সাময়িক অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটা খুব তাড়াতাড়িই। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে।মনের কোনো স্বপ্ন পূরণ হতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন না । কোনো আত্মীয় বা বন্ধুর সাহায্য লাভের যোগ বলবান। নতুন গৃহ নির্মাণের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে। আজ আপনি কারও কাছ থেকে দীক্ষা লাভও করতে পারেন। এইদিন কোনও কিছুর অপচয়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে। অনেক দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ আপনার কাছে বদ্ধ মনে হবে।
আজ আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও গহনা বিক্রেতা প্রসাধন ও বিলাসী দ্রব্যের বিক্রেতাদের আয় রোজগার বৃদ্ধির যোগ।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫

কর্কট: জনবহুল কোনো জায়গায় বেড়াতে যেতে হতে পারে। এদিন আপনারই কোনও মহিলা আত্মীয়ের ব্যবহারে একটু কষ্ট পাবেন। সারাদিন অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার খুব ক্লান্ত লাগার সম্ভাবনা আছে। কোনও কারণে এদিন এক হতাশা আপনাকে গ্রাস করতে পারে।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ধন আদায়ের। বকেয়া অর্থ ফেরত পেতে জোড় তাগাদা দিন। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। বিক্রয় বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পাবেন।

শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২

সিংহ: আজ সিংহর জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। এই রাশির জাতক জাতিকাদের সমাজের অনেকের সঙ্গে আলাপ হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে কিছুটা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। এদিন বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজন করতে হতে পারে আপনাদের।
শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। কোনো কাজের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন। জীবন সাথীর সাহায্য পাওয়ার যোগ রয়েছে। মানসিক শান্তি ফিরে পাবেন। আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাবে।সম্পত্তি লাভের প্রচেষ্টা সফল হবে।

শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। এই রাশির জাতক জাতিকাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে আজ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। গলার সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে।
আজকে ব্যয় বহুল দিন পার করতে পারেন। আয়কর ও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কিছু ঝামেলা দেখা দেবে। কোনো আত্মীয়ের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারেন।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২

তুলা: তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। অপচয় হতে পারে। আজ সকালের দিকে কোনও খরচ আপনার বাড়তে পারে। অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের ও পেটের সমস্যায় ভোগান্তি।আজ আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন। বন্ধু বা কোনো ভাই বোনের দ্বারা উপকৃত হবেন। আজকে মনোবাঞ্ছা পূরণ হতে পারে।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকাদের আজ স্ত্রীয়ের কর্মকুশলতায় বড় কোনও সমস্যা থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করুন। নিজস্ব বুদ্ধি বলে এবং পরাক্রমে এদিন অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারেন। পদোন্নতি হবে।
কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে কোনো প্রতিযোগীতামূলক কাজে সফল হতে পারেন। প্রভাবশালী কোনো কর্মকর্তা বা নেতার আনুকূল্য লাভের সুযোগ পেয়ে যাবেন। গৃহ সুখের বৃদ্ধি হবে।

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২

ধনু: এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে বেচাকেনায় ভালো আয়ের সুযোগ রয়েছে। মিষ্টান্ন ও খাদ্য দ্রব্য প্রস্তুত কারকদের ভালো আয় হবে। দুপরের পর থেকে ব্যয় বৃদ্ধির যোগ। মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো কিছু টাকা আসতে পারে।
আজ বেকারদের ভাগ্য উদয়ের সম্ভাবনা প্রবল। ধর্মীয় কোন কাজে অংশ নিতে পারেন। উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে। ব্যবসায়ীক কাজে বা চাকরির কোনো প্রয়োজনে অন্যত্র যেতে হবে।

শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫

মকর: এই রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন। সৃজনশীল কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। কোন বন্ধুর সাহায্য পেতে পারেন।ব্যবসায়ীক কারণে কোনো পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। রোমান্টিক সম্পর্কে নতুন ঘটনা ঘটতে পারে। আজ নিঃসন্তানদের সন্তান লাভের যোগ বলবান। প্রতিযোগীতামূলক কোন কাজে বিজয়ী হবার সম্ভাবনা। আজ ঋণ দান বা ঋণগ্রহণ করতে হতে পারে। কোন পরিচিত শুভাকাঙ্খীর মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। ইন্সুরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল।

শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫

কুম্ভ: এই জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। সাংসারিক কোন বিষয়ে মায়ের পরামর্শে উপকৃত হতে পারেন। আজ মামলা মোকদ্দমায় বিজয়ী হতে পারবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। সাহায্য লাভের যোগ প্রবল। যানবাহন লাভের সুযোগ আসতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আর্থিক উন্নতি হতে পারে। জমি ও ভূমি ক্রয় বিক্রয়ে সফল হতে পারেন। আজ আপনি সকল প্রকার অংশীদারি কাজে সফল হবেন। জীবন সাথীর সাহায্য লাভের যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ অর্থলাভের যোগ রয়েছে।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১

মীন: এই রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মরতদের কাজের ঝুঁকি বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের কর্ম লাভের যোগ বলবান। আজ চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাজেকর্মে সাফল্য আসবে না। কোন ভালো সংবাদ পেতে পারেন। প্রবাসীদের মনবাঞ্ছা পূরণের সম্ভাবনা। মানি এক্সচেঞ্জ ও বিকাশ এজেন্সি ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন৷কর্মস্থলে সহকর্মী বা কোনো অধীনস্ত কর্মচারীর কারণে বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আজ রিপুকে দমন করতে হবে। হঠাৎ করে অসৎ সঙ্গে পড়ে যেতে পারেন।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮

Astro Research Centre

Lob Mukherjee Govt.Enrolled &Enlisted Astrologer

Founder of Astro Research Centre

ph no ফোন : 8906959633/9593165251  
                   
Email --lobmukherjeejsmarc@gmail .com

Add--Rampurhat .Harisava para.Birbhum pin no 731224

please like and share my page --Astro Research Centre


আজকের রাশিফল শনিবার 1
Ajker Rashifol Saturday 
  • মেষ রাশি: মেষ রাশির জাতক 
  • মেষ 

  •  আজকের রাশিফল সোমবার, সকালের রাশিফল, prati diner rashifol, rashifol Bangla, Ajker panjika, panji Marriage panjika Bangla, Dainik rashifol, dados rasifol, rabi rashifol, chandra rasifol, sun sign, moon sign, ajker tarik bar, suv asuv somoy 
  • Ajker Rashifol sombar Monday vorer rashifol, skaler rashifol, friday rashifol, kalker Rashifol, masik, mashik, saptahik, weakly, yearly rashifol 
    Dadas Rashir suva asuvo folবুধবারের রাশি ফল